ডার্বিতে হারের পর রাশফোর্ডের জন্মদিন উদযাপন ‘অগ্রহণযোগ্য’
গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি তে সিটির সঙ্গে ৩-০ গোলে হারে ইউনাইটেড। তার ঘণ্টা কয়েক পরই দলটির ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড করেন নিজের ২৬তম জন্মদিন উদযাপন। তবে বিষয়টিকে একদমই সমর্থন করেননি দলের ম্যানেজার এরিক টেন হাগ। তার মতে এই ব্যাপারটি একদমই গ্রহণযোগ্য নয়।
গত মঙ্গলবার ইংলিশ তারকা রাশফোর্ডের ২৬তম জন্মদিনে তিনি পূর্ব পরিকল্পিত একটি পার্টির আয়োজন করেন। কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখেননি তার ক্লাবের কোচ।
শুক্রবারে এক সংবাদ সম্মেলনে টেন হাগ বলেন, “এটা অগ্রহণযোগ্য। আমি তাকে (রাশফোর্ড) ব্যাপারটি বলেছি এবং সে এর জন্য ক্ষমাও চেয়েছে।”
তিনি আরও বলেন, “সে একটি ভুল করা মানেই কিন্তু এটা না যে সে উপযুক্ত নয়। আমি নিশ্চিত যে সে দলকে সাহায্য করার জন্য এবং পারফর্ম করার জন্য এবং আমাদের জিততে দেওয়ার জন্য সবকিছু সঠিকভাবে করছে।”
বর্তমানে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ম স্থানে রয়েছে এরিক টেন হাগের দল।