শেষ মুহূর্তের গোলে বার্সার জয়

শেষ মুহূর্তের গোলে বার্সার জয়

শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে শাভি এর্নান্দেসের দল। শক্তি সামর্থ্যের বিবেচনায় ঢের এগিয়ে বার্সেলোনা। তারপরও স্বাগতিকদের মাঠে যেয়ে বেগ পেতে হয়েছে তাদের। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলো সোসিয়েদাদ। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না তারা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে বার্সার খেলোয়াড়েরা কিন্তু তারাও একটি গোল আদায় করতে পারছিলো না।

ম্যাচের যোগ সময়ে ইলকায় গুন্দোয়ানের ক্রস থেকে দারুণ একটি হেডে বল জালে প্রবেশ করান রোনালদ আরাউহো। শুরুতে রেফারি বাঁশি বাজিয়ে সেটিকে অফসাইড হিসেবে গণ্য করলেও পরে ভিএআর-এর মাধ্যমে সিদ্ধান্তে পরিবর্তন হয়। জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের পর ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ পয়েন্ট টেবিলে ৩য় স্থানে রয়েছে বার্সা।

সম্পর্কিত খবর