ইউনাইটেডের কষ্টের জয়, সিটির গোল উৎসব

ইউনাইটেডের কষ্টের জয়, সিটির গোল উৎসব

প্রিমিয়ার লিগে গতরাতে ফুলহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে ঘরের মাঠে বোর্নমাউথকে গোলের বন্যায় ভাসিয়ে ৬-১ গোলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। 

শনিবার ফুলহ্যামের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে দেখা যায় ইউনাইটেডের খেলোয়াড়দের। পরপর বেশ কয়েকটি আক্রমণ করে তারা। ম্যাচের ১০ম মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান ম্যাকটমিনে। কিন্তু অফসাইড হওয়ায় বাতিল হয় গোলটি। এরপর পুরো ম্যাচ জুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। অবশেষে যোগ করা সময়ে আচমকা শটে স্বাগতিকের জালে বল প্রবেশ করান ব্রুনো ফের্নান্দেসে। এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

অপরদিকে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে গোল উৎসবে মাতেন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। ৩০তম মিনিটে বেলজিয়ান উইংগার জেরেমি দকু প্রথম গোলটি করেন। পুরো ম্যাচ জুড়েই তরুণ এই খেলোয়াড় তার নৈপুণ্য দেখিয়ে গেছেন। একটি গোল ছাড়াও তিনি এই ম্যাচে আরও চারটি এসিস্টও করেছেন। দলের হয়ে অন্যান্য গোলগুলো পেয়েছেন সিলভা (দুটি), আকাঞ্জি, ফোডেন ও আকে।

লিগ পয়েন্ট টেবিলে বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে রয়েছে ইউনাইটেড। ২৭ পয়েন্টের নিয়ে আবারও টটেনহামকে টপকে শীর্ষস্থান দখল করলো সিটি।

সম্পর্কিত খবর