নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিটন-মিরাজ জুটি
রাওয়ালপিন্ডি টেস্টের আজ তৃতীয় দিনের শুরুটা বাজেভাবে হয়েছিল বাংলাদেশের। ১২ ওভার হওয়ার আগেই ৬ উইকেট হারায় সফরকারীরা, স্কোরবোর্ডে দলীয় রান তখন মাত্র ২৬! সেখান থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৬৫ রানের জুটি গড়ার পর মিরাজ সাজঘরে ফিরলেও ইতিমধ্যে গড়া হয়ে গেছে বিশ্ব রেকর্ড।
১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথমবার এমন হলো, যেখানে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি বাঁধলেন লিটন-মিরাজই।
আজ দিনের শুরুতে ব্যাটিং ধ্বসের পর সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েছেন লিটন ও মিরাজ। এটি নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটের সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের।
২০০৬ সালে আগের রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানের মাটিতেই। করাচিতে ভারতের বিপক্ষে সেবার প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর সপ্তম উইকেটে আবদুল রাজ্জাক ও কামরান আকমল ১১৫ রানের জুটি গড়েছিলেন। সেই ইনিংসে দলীয় ২৪৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।