রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটনের নাম

রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটনের নাম

জাতীয় দলের হয়ে অনেকদিন ধরেই ভালো কোনো ইনিংস খেলে দেখাতে পারছিলেন না লিটন দাস। যার জন্য বেশ সমালোচিত এবং ট্রলের শিকারও হতে হয়েছে তাকে। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে নিজের সেরাটাই যেন মাঠে নিঙরে দিলেন এই টাইগার ব্যাটার।

ব্যাটিং ধ্বসের এই দিনে লিটনের দারুণ ব্যাটিং পারফরম্যান্সটাই যেন প্রয়োজন ছিল বাংলাদেশের। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারানোর পর দলকে টেনে তুলেছেন মিরাজ-লিটন জুটি। বিশেষ করে লিটনের ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই ব্যবধান কমায় সফরকারীরা। লাল বলের ফরম্যাটে এটি ছিল লিটনের চতুর্থ সেঞ্চুরি।

এর আগে প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ দারুণ এক ইনিংস খেলার সুবাদে সেখানে নাম উঠল টাইগার ব্যাটার লিটন দাসের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক থেকে লিটন নিজের নাম লিখছেন এরকম একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, রাওয়ালপিন্ডি অনার্স বোর্ড লিটন দাসকে তার অসাধারণ সেঞ্চুরির জন্য স্বাগত জানাচ্ছে।

সেঞ্চুরি ছাড়াও এদিন আরও এক কীর্তি গড়াতে অবদান আছে লিটনের। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথমবার এমন হলো, যেখানে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি বাঁধলেন লিটন-মিরাজ জুটি।

সম্পর্কিত খবর