২১ বছর পর মেসি-রোনালদো বিহীন ব্যালন ডি'অর

  • নিউজরুম এডিটর
  • ০৯:৪২ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৪

অবশেষে ২১ বছর পর রোনালদো-মেসিদের ছাড়াই ব্যালন ডি’অরের টপ থার্টি। ২০০৩ সালের পর থেকে প্রতি বছরই মনোনীত ৩০ জনের তালিকায় ছিলেন মেসি কিংবা রোনালদো। এবার তাদের কেউই নেই।

২০০৪ সালে প্রথমবার ব্যালন ডি’অরের নমিনেশনে আসে রোনালদোর নাম। মেসির নাম প্রথম আসে ২০০৬ সালে। দুজনেই টপ থ্রিতে প্রথম আসেন ২০০৭-এ। ২০২৩ সালে রোনালদো না থাকলেও মেসি ছিলেন। ২০২২ সালে মেসি ছিলেন না, তবে রোনালদো ছিলেন। মেসির যেমন সর্বোচ্চ ব্যালন ডি’অর, তেমনি রোনালদোর রেকর্ড ১৮ নমিনেশন।

২০০৭ থেকেই টপ থ্রিতে দাপট ছিলো এই জুটির। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত টানা দশ আসর তারাই জিতেছেন। এরপর মেসি ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালেও জিতেছিলেন। অবশেষে তাদের দুজনকে ছাড়াই ব্যালন ডি’অরের নমিশনেশন।

গেলো বছরই রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতা মেসি অবশ্য নাম থাকার মতো পারফর্ম্যান্স দেখাতে পারেননি গেলো সিজনে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় কোপা জিতলেও মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। নামের পাশে এক গোল আর এক অ্যাসিস্ট।

সাদামাটা পারফর্ম্যান্স ক্লাব ফুটবলেও। চোটের কারণে সিজনের অর্ধেকের বেশি সময় খেলতেই পারেননি। সবমিলিয়ে এসব কারণেই মনোনীত ৩০ জনে জায়গা হয়নি আর্জেন্টাইন ক্যাপ্টেনের। তবে কার হাতে উঠবে পুরস্কার, জানা যাবে ২৮ অক্টোবর।

খেলার দুনিয়া | ফলো করুন :