রিয়ালের জয়ের রাতে কপাল পুড়ল রেড ডেভিলদের
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাগার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতেই শেষ ষোলোর টিকিট কেটেছে তারা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে পেতে হয়েছে তিক্ত হারের স্বাদ। কোপেনহেগেনের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে রেড ডেভিলরা।
বুধবার ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে মাদ্রিদ। তবে ম্যাচের শুরুতেই ডি-বক্সে ফাউলের সুবাদে পেনাল্টির সুযোগ পায় ব্রাগা। গোলরক্ষক আন্দ্রি লুনিনের বিচক্ষণতায় সেই যাত্রায় রক্ষা পায় মাদ্রিদ। ২৭তম মিনিটে রদ্রিগোর পাস থেকে গোল আদায় করেন ব্রাহিম দিয়াস। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্থে গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস এবং ৬১তম মিনিটে রদ্রিগো দূর্দান্ত দুটি গোল দিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দলের জন্য জয়ের পথ মসৃণ করেন। অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
অপরদিকে ইউনাইটেড-কোপেনহেগেন ম্যাচে হয়েছে গোলের ছড়াছড়ি। গত ২৫ অক্টোবর এই দলকেই ইউনাইটেড ঘরের মাঠে হারিয়েছিলো ১-০ গোলে। কিন্তু সেই হারের ফিরতি উত্তর তারা বেশ ভালোভাবেই পেল। দাপুটে শুরুতে ম্যাচের ৩ মিনিট হতে না হতেই এগিয়ে যায় ইউনাইটেড। ২৮তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন গাসমুস হয়লুন্দ। ৪২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাশফোর্ড। ৪৫তম মিনিটে কোপেনহেগেন একটি গোল পরিশোধ করে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে স্বাগতিকরা।
৬৯তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি ইউনাইটেডের। ৮৩ ও ৮৭তম মিনিটে আরও দুইবার ইউনাইটেডের জালে বল জড়ায় কোপেনহেগেনের খেলোয়াড়েরা। অবশেষে পরাজয় স্বীকার করে নিয়েই মাঠ ছাড়তে হয় এরিক টেন হাগের শিষ্যদের।
৪ ম্যাচের সবটিতে জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে গ্রুপ এ-তে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়ে তলানিতে রয়েছে ইউনাইটেড। ২৯ নভেম্বর পরের ম্যাচ গালাতেসারের বিপক্ষে ম্যাচটি হেরে গেলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়া থেকে ছিটকে যাবে ইউনাইটেড।