থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন দুই ওপেনার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২৮ পিএম | ১১ নভেম্বর, ২০২৩

ঠিক কততম বারের মতো এমন কিছু হলো বলতে পারবেন? থিতু হলেন বাংলাদেশি ব্যাটার, খেলছিলেন বেশ ভালো, এরপর উইকেটটা রীতিমতো ছুঁড়ে দিয়ে ফিরলেন... এই টেমপ্লেটটা মেনে আজও দুটো উইকেট খোয়াল বাংলাদেশ। ভালো শুরুর পর দুই ওপেনার তানজিদ তামিম আর লিটন দাস, দুজনই উইকেট উপহার দিয়ে ফিরলেন।

আরও পড়ুন>> মন্থর শুরুর পর দারুণ পাওয়ার প্লে বাংলাদেশের

পাওয়ারপ্লেটা ভালোই কেটেছিল বাংলাদেশের। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো দল উইকেট না দিয়েই পাওয়ারপ্লে কাটিয়ে দিয়েছিল। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের দুর্গতি শুরু হলো এর ঠিক পরই। 

আরও পড়ুন>> ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই সাকিবের জায়গায় নাসুম ও মাহেদী

ইনিংসের ১২তম ওভারে শন অ্যাবটের শর্ট বলে অনেকটা আড়ষ্ট হয়ে ব্যাট ছুঁইয়েছিলেন তানজিদ। সেটা ফিরতি ক্যাচ নিতে অ্যাবটের কোনো সমস্যাই হয়নি। এর আগ পর্যন্ত শর্ট বলে বাংলাদেশ খুইয়েছে সব মিলিয়ে ১৩ উইকেট। ১৪তম ব্যাটার হিসেবে তানজিদ যোগ দিলেন সে তালিকায়।

আরও পড়ুন>> শেষ আটে নিজেদের থিতু করার লড়াইয়ে বাংলাদেশ

এরপর লিটনও ক্যাচ তুলে দিয়েছিলেন অ্যাডাম জ্যাম্পার বলে। ৩৫ রানের মাথায় শর্ট মিড উইকেটে থাকা প্যাট কামিন্স সে ক্যাচটা নিতে পারেননি। তবে লিটন সে সুযোগটা কাজে লাগাতে পারেননি। বিদায় নিয়েছেন আর এক রান যোগ করেই। 

সেটাও আবার ক্যাচিং অনুশীলন করিয়ে রীতিমতো। জ্যাম্পা বলটা ঝুলিয়ে দিয়েছিলেন তাকে। সে বলটা মিড অনে তুলে মারতে চেয়েছিলেন লিটন। টাইমিং মিললেও বলের যাত্রাটা স্রেফ সেখানে থাকা মারনাস লাবুশেনের হাতে গিয়েই শেষ হয়েছে। সঙ্গে সঙ্গে শেষ হয়েছে লিটনের ইনিংসও। 

খেলার দুনিয়া | ফলো করুন :