রিয়ালের গোল উৎসব
আগের ম্যাচে রাইয়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর কিছুটা চাপে ছিল রিয়াল মাদ্রিদ। সেই চাপ থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগার ম্যাচে এবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মাদ্রিদ।
শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টায় ছিল মাদ্রিদের খেলোয়াড়েরা, সেই চেষ্টা সফলও হলো ম্যাচের ৩য় মিনিটেই। টনি ক্রুসের বাড়ানো বল আয়ত্তে রেখে একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূর্দান্ত শট নেন দানি কারভাহাল, দলকে এগিয়ে নেন তিনি।
প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। দুটো গোলেই তাকে অ্যাসিস্ট করেছেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ভিনির দ্বিতীয় গোলটির ঠিক পর মুহুর্তেই (৫০তম মিনিটে) নিজের গোল আদায় করেন রদ্রিগো।
একচেটিয়া আক্রমণ চালিয়ে যেতে থাকে মাদ্রিদের ফরোয়ার্ড লাইন। ভ্যালেন্সিয়া কয়েকবার সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি। ম্যাচের শেষভাগে যেয়ে (৮৪তম মিনিটে) নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। ৮৮তম মিনিটে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া, কিন্তু তাতে ম্যাচের ফলাফলের উপর তেমন কোনো প্রভাব পড়েনি। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের পর ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমপরিমাণ ম্যাচ খেলে ৩৪ পয়েন্টের সাথে শীর্ষে রয়েছে জিরোনা।