ইতালিয়ান ক্লাবের কোচ হলেন ফাব্রেগাস
গত মৌসুমেই ইতালির দ্বিতীয় বিভাগের (সেরি বি) ক্লাব কোমোর হয়ে খেলেছেন ১৭টি ম্যাচ। সেখান থেকেই অবসরে যান সব ধরণের ফুটবল থেকে। এরপরই সেই ক্লাবের রিজার্ভ ও যুব দলের কোচের দায়িত্ব পান স্প্যানিশ বিশ্বকাপ জয়ী ফুটবলার সেস ফাব্রেগাস। সেখান থেকে বছর না পেরোতেই দায়িত্ব পেলেন ক্লাবের সিনিয়র দলের, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।
কোমোর সাবেক কোচ মোরেনো লঙ্গোর জায়গায় এই দায়িত্ব পেলেন ফাব্রেগাস। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানায় ইতালিয়ান ক্লাবটি।
আগামী ২৫ নভেম্বর ফেরালপিসালোর বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো কোনো সিনিয়র দলের কোচের দায়িত্বে দেখা যাবে সাবেক এই আর্সেনাল, চেলসি ও বার্সেলোনা মিডফিল্ডারকে।
২০২২ সালের আগস্টে ফেঞ্চ ক্লাব মোনাকো ছেড়ে কোমোতে পাড়ি জমিয়েছিলেন ৩৬ বছর বয়সী ফাব্রেগাস। দলের হয়ে খেলা এবং যুদ দলের দায়িত্ব পালনের এবার আরেক ভূমিকায় দেখা যাবে তাকে।