ইউরো বাছাইপর্বে জয়ের দেখা পেল স্পেন-পর্তুগাল

ইউরো বাছাইপর্বে জয়ের দেখা পেল স্পেন-পর্তুগাল

ইউরোর টিকেট ইতিমধ্যেই কাটা হয়ে গিয়েছে পর্তুগালের। তবুও জয়ের ধাকার অব্যাহত রেখেছে তারা। লিখটেনস্টাইনকে তাদের মাঠে যেয়েই ২-০ গোলে হারিয়েছে রোনালদোর দল। আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে স্পেন।

প্রথমার্ধ জুড়ে বেশ আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে পর্তুগালকে চাপে রেখেছিল স্বাগতিকরা। একের অধিকবার গোলের সুযোগ রুখে দেয় লিখটেনস্টাইনের ডিফেন্ডারেরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেন সিআরসেভেন। দিয়োগো জটার থ্রু পাস থেকে দারুণ এক শট জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন আল নাসের তারকা। ১০ গোল নিয়ে তিনি আছেন ইউরো বাছাইয়ের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও কানসেলো। টানা নয় ম্যাচে জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই থাকল রবের্তো মার্তিনেসের দল।

মূল পর্ব নিশ্চিত হওয়া আরেক দল স্পেন। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। ২২তম মিনিটে ব্যবধান দিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। তার মিনিট পাঁচেক বাদে আরও একটি গোল করেন জোসেলু। ৭৫তম মিনিটে একটি গোল পরিশোধ করে সাইপ্রাস। অবশেষে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ের পর সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন।

সম্পর্কিত খবর