পাকিস্তান ক্রিকেটে কোচ হাফিজ, প্রধান নির্বাচক ওয়াহাব

পাকিস্তান ক্রিকেটে কোচ হাফিজ, প্রধান নির্বাচক ওয়াহাব

বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে পাকিস্তান ক্রিকেটে পালাবদল চলছেই। বিদায়ের পরপরই বরখাস্ত করা হয় পাকিস্তানের পুরো টিম ম্যানেজমেন্টকে, নেতৃত্বেও আসে পরিবর্তন। পাকিস্তান ক্রিকেটের নানা পদে দেখা মিলছে নতুন সব মুখের।

টেস্ট আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে শান মাসুদ আর শাহিন শাহ আফ্রিদিকে ঘোষণা করা হয়েছিল আগেই। টিম ডিরেক্টর করা হয়েছিল মোহাম্মদ হাফিজকে।

আরও পড়ুন>> বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

সপ্তাহ না ঘুরতেই সেই হাফিজকে কোচ হিসেবেও দায়িত্ব দিয়ে দিল পাকিস্তান ক্রিকেট। শুধু তাই নয়, প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজকে।

পাকিস্তানের বিশ্বকাপ শেষ হতেই শুরু হয় রদবদলের। টিম ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিকি আর্থারকে। অধিনায়কত্বেও আসে পরিবর্তন, দায়িত্ব ছাড়েন বাবর আজম। তারও আগে নির্বাচক ইনজামাম উল হকও সরে দাঁড়ান নিজের পদ থেকে।

আরও পড়ুন>> সরে দাঁড়ালেন বাবর

এরপর আসলে পাকিস্তানের সামনে তড়িঘড়ি করে টিম ম্যানেজমেন্ট সাজানো ছাড়া উপায়ও ছিল না। আসছে ডিসেম্বরেই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ অপেক্ষা করছে তাদের জন্য, তার পিঠেই জানুয়ারিতে নিউজিল্যান্ডের সাথে আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

সম্পর্কিত খবর