নেদারল্যান্ডস সফরে যাচ্ছে না পাকিস্তান
আসছে ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করতে হবে পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শাহিন শাহ আফ্রিদির দল।
এরপর দেশটির ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা ছিল নেদারল্যান্ডসে। সেখানে ডাচদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি।
ক্রিকেটীয় টানা সূচির কারণে ডাচদের বিপক্ষে আপাতত সিরিজ খেলছে না পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। ব্যস্ত সূচির কারণে আপাতত এই সিরিজটি না হলেও পরবর্তীতে সময় বের করে সিরিজ আয়োজন করার ব্যাপারে আশাবাদী দুই বোর্ড।
বিষয়টি নিয়ে কেএনসিবি হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রভ বলেছেন, ‘সিরিজটি না হওয়ায় আমরা স্পষ্টতই হতাশ। কিন্তু অবশ্যই আমরা পরিস্থিতি বুঝতে পারছি এবং আশাবাদী যে সিরিজটি পরবর্তীতে খেলার জন্য একটি নতুন উইন্ডো পাওয়া যাবে।’