গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা, বাধা না দিয়ে শাস্তির মুখে সেল্টিক
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গেল মাসে নিজেদের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নেমেছিল স্কটিশ ক্লাব সেল্টিক। সে ম্যাচে হাজারো ভক্ত মাঠে নিয়ে এসেছিলেন ফিলিস্তিনের পতাকা। তাতে বাধা না দেওয়ায় উয়েফার শাস্তির মুখে পড়েছে ক্লাবটি। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে ২১ লাখ টাকার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে ক্লাবটিকে।
গ্যালারিতে সে ম্যাচে ছিল শতশত প্যালেস্টাইনি পতাকা। যাকে উয়েফা দেখছে ‘আক্রমণাত্মক স্বভাবের প্রতি উস্কানিমূলক বার্তা’ হিসেবে।
যদিও সে ম্যাচের আগে স্কটিশ ক্লাবটি ভক্তদের সতর্ক করে দিয়েছিল যেন কোনো প্রকার পতাকা নিয়ে না আসেন কেউ। তবে সে সতর্কবার্তা কেউ মানেননি শেষমেশ। পতাকা তো এনেছেনই, সঙ্গে তা উঁচিয়ে ধরে গেয়েছেন ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গান।
এখানেই শেষ নয়। সমর্থকরা দুটো বিশাল ব্যানারও নিয়ে এসেছিলেন, যেখানে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’ আর ‘ভিক্টরি টু দ্য রেজিস্ট্যান্স’।
সে ম্যাচে সমর্থকরা রাস্তাও আটকে প্রতিবাদ সমাবেশ করেছেন মাঠের বাইরে, জ্বালিয়েছেন আতশবাজিও। যে কারণে ক্লাবটিকে আরও ১০০০ পাউন্ড জরিমানা গুনতে হয়েছে।