কটুক্তি করা ঘানার রাজনীতিবিদকে ম্যাগুয়ারের ক্ষমা
গত বছর পার্লামেন্টে বাজেট নিয়ে বিতর্কের সময় ঘানার এক সংসদ সদস্য ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার হ্যারি ম্যাগুয়ারকে উদাহরণ হিসেবে টেনে কটুক্তি করেন। পরবর্তীতে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ম্যাগুয়ার সেটি গ্রহণ করেছেন।
বিরোধী দলীয় নেতা আইজাক আদোঙ্গো পশ্চিম আফ্রিকার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামাদু বাউমিয়ার অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ম্যাগুয়ারের পারফরম্যান্সের সঙ্গে তুলনা করেছেন।
বাউমিয়াকে উদ্দেশ্য করে আদোঙ্গা তাকে হুমকি স্বরূপ আখ্যায়িত করেছেন। উপমা হিসেবে বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের কেন্দ্রে ম্যাগুয়ার যেমন বড় হুমকি, ঠিক তেমন দেশের জন্যও বাউমিয়া হুমকি। বাউমিয়ার বিরুদ্ধে অর্থনীতির অব্যবস্থাপনা এবং নাগরিকদের কষ্ট দেওয়ার অভিযোগ এনে এমনটা বলা হয়েছে।
আদোঙ্গা বলেছেন, ‘আমি এখন হ্যারি ম্যাগুয়ারের কাছে ক্ষমা চাইছি। সে একজন রূপান্তরকারী ফুটবলার এবং এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলও করছে।‘
আদোঙ্গার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন ম্যাগুয়ার। বুধবার নিজের টুইটারে উত্তর দিয়েছেন তিনি।
‘শীঘ্রই ওল্ড ট্র্যাফোর্ডে দেখা হবে।‘- এটিও যোগ করেন ইংলিশ এই তারকা ফুটবলার।