‘আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২০ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে ফুটবল তেমনটা জনপ্রিয় না হলেও গত কয়েকমাসে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। যার কেন্দ্রে আছেন বাংলাদেশের প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে হামজা মাঠে নামার পর দেশে বইতে শুরু করেছে ফুটবল জ্বর। যে দেশের তরুণরা একসময় রাত জেগে বিশ্ব  ‍ফুটবলের রথী-মহারথীদের খেলায় বুদ হয়ে থাকত তারাই এখন দেশের খেলা দেখার জন্য রাত জাগে। আর হামজাকেও চোখে চোখে রাখে সবসময়।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন হামজা। আর সেটা দিয়ে শুরু। হামজাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে দেশের তরুণদের মনে। ফলে হামজার ব্যক্তিগত ফেসবুক পেজে বাড়তে থাকে বাংলাদেশি তরুণদের সংখ্য। এবার সেখানে মাইলফলক স্পর্শ করেছেন হামজা। ফেসবুকে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ ফলোয়ার পূর্ন হয়েছে তার পেজে।

মাঠের পাশাপাশি ফেসবুকেও আকুণ্ঠ সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, 'ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।' গেল বছরের অক্টোবরে ফেসবুকে নিজের নামে পেজ খুলেন হামজা। যদিও সেখানে তেমন একটা সরব হতে দেখা যেত না তাকে।

তবে বাংলাদেশের জার্সিতে তার খেলার খবর পাকা হওয়ার পর সেখানে নিজের কিছূ ছবি দেন।আর তাতেই সাড়া ফেলেন সেখানে। ছোটবেলার ওই ছবির ভিডিওটা এখন পর্যন্ত সর্বমোট ৫৩ লাখের বেশি বার দেখা হয়েছে। আর বাংলাদেশের হয়ে অভিষেকের পর সেখানে নিয়মিত আপডেট দিতে থাকেন হামজা।    

খেলার দুনিয়া | ফলো করুন :