মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি

মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি

ইচ্ছে পুরো হয়েছে সাকিব আল হাসানের। নির্বাচনে নামছেন তিনি। জাতীয় নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দিয়েছে। এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নামছেন জাতীয় দলের অধিনায়ক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকেলে (২৬ নভেম্বর) এক ঘোষণায় জানান, সাকিব আল হাসান ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন মাগুরা-১ আসন থেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মাশরাফি ২০১৮ সালের নির্বাচনের মতো এবারো লড়বেন নড়াইল-২ আসনে।

এবারের জাতীয় নির্বাচনে মনোনয়নের জন্য সাকিব তিনটি আসন থেকে মনোনয়ন পত্র কিনেছিলেন। দিন কয়েক আগে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি সেই মনোনয়নপত্র জমাও দেন। তারপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে সাক্ষাতও করেন। রোববার সকালে ( ২৬ নভেম্বর) গণভবনে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক ছিল। সেই সভায় সাকিব আল হাসানও যোগ দেন। মাশরাফি বিন মর্তুজাও এই সভায় ছিলেন।

এদিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে তিনশ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনে এবারই প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন সাকিব আল হাসান। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের টিকিট দিয়েছে আওয়ামী লীগ। মাশরাফি ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীরা সবমিলিয়ে তিন হাজার ৩৬২ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের ( ইসি) তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ হলো ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
৭ জানুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

সম্পর্কিত খবর