পরিবর্তন চাইলে কিছুটা সময় প্রয়োজন: ফিল সিমন্স
চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর গত বছরের অক্টোবরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন ফিল সিমন্স। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে কোচ করা হয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পর অনেকে ভেবেছিলেন কোচ হিসেবে বাংলাদেশ দলে সিমন্সের অধ্যায় এখানেই শেষ। তবে তা হয়নি। ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদে তাকে রেখে দেওয়া হয়েছে।
চুক্তির মেয়াদ বাড়লেও দলের পারফরম্যান্সে কোনো উন্নতি আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ দলের প্রথম মিশন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে প্রথম টেস্টেই ঘরের মাঠে হেরেছে সিমন্সের শিষ্যরা। ফলে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে দল। আর প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন হারের কারণে কড়া সমালোচনা হওয়াই স্বাভাবিক।
সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এ ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, ধৈর্য ধরুন। আমি জানি, এখানে খেলাটার প্রতি এবং বাংলাদেশের ভালো করার ব্যাপারে আবেগটা কেমন। তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব। কারণ, আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’
অনেকদিন ধরেই দেশের ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন নিয়ে কথা হচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ বিষয় নিয়ে সিমন্স বলেন, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’
মূলত ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। শান্ত, মুমিনুল হক ও জাকের আলি বাদে আর কেউই নিজেদের উপর আস্থার প্রতিদান দিতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে ব্যাটারদের দিকে তাকিয়ে তাকবে ক্রিকেট ভক্তরা।