ক্রিকেটকে গুডবাই বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম

ক্রিকেটকে গুডবাই বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম

দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করলেন তামিম ইকবাল। সেই সভা শেষে বোর্ড সভাপতি বেশ কঠিন কঠিন কথা ও বার্তা জানিয়ে দিলেন উপস্থিত সাংবাদিকদের। বললেন, আমি বেশিদিন বোর্ডে নেই। কিন্তু যাওয়ার আগে সবকিছু ঠিক করে দিয়ে যাবো। কঠিন সিদ্ধান্ত নেবো।

- সেই কঠিন সিদ্ধান্ত কি? সেই বিষয়ে কোনো বাড়তি ব্যাখ্যায় যাননি বিসিবি সভাপতি। তবে তামিমের সঙ্গে তার বৈঠক যে ‘সুখকর’ কিছু ছিল না সেটা পরিষ্কার। পাপন জানান, তামিম অনেককিছু বলেছে। আমি বলেছি, তোমার কথা শুনলাম। আমি এখন অন্যদের সঙ্গেও আলাপ করবো। তাদের কথা শুনবো। তারপর..।

গুলশানে এই বৈঠকের পর তামিম ইকবাল বিকেলেই তার বাসায় সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি জানান, ক্যারিয়ার নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেটা বোর্ড সভাপতিকে জানিয়েছি। উনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। এখন নির্বাচনের সময়। ওনারও অনেক ব্যস্ততা চলছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা আবার শুরু করবো। তারপর আমি আশা করছি আমার ক্যারিয়ার নিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে সেই বিষয়ে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বোর্ডের সঙ্গে আমি এই বিষয়ে বিস্তারিত কথাও বলেছি। যেহেতু বোর্ড আমাকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছে আমি তাদের কথা রাখছি।

তামিম ইকবালের এই কথাতেই পরিষ্কার আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরছেন না। বিদায় নিয়ে ফেলেছেন বোর্ডের কাছ থেকে। বোর্ড তার কাছ থেকে কিছুটা সময় চেয়েছে। তামিমও তাতে সম্মত হয়েছেন। কিন্তু এটা নিশ্চিত তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিয়েছেন।

গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মিরপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা গিয়েছিল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে তামিম ৪৪ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে বিশ্রামে যান, খেলেননি। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটাই তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল তাহলে!

গত জুলাইয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে গরম বাতচিতের জোরে তামিম ইকবাল অভিমান করে ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন কান্নাভেজা চোখে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে পরদিন দেখা হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবসর সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি তার। সেই ইনজুরির দোহাই দিয়েই তাকে বিশ্বকাপ দলেও রাখেনি বোর্ড। বিশ্বকাপ থেকে বাদ পড়ে তামিম ইকবাল বুঝে যান, এই টিম ম্যানেজমেন্ট তাকে দলে চাইছে না।

ইনজুরি, দল থেকে বাদ, সামনের সময়, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব-সবকিছু নিয়ে মাঠের ক্রিকেট থেকে মাঠের বাইরের ক্রিকেটেই বেশি আলোচনায় তামিম।

আর সোমবার বিকেলের এই সংবাদ সম্মেলনে তামিম যা বলেছেন তাকে পরিষ্কার যে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন, সম্ভবত। সম্ভবত বলা এই কারণে যে তামিম আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণার জন্য জানুয়ারিকে বেছে নিয়েছেন। আর এখন নভেম্বর চলছে।

সম্পর্কিত খবর