২০০৯ থেকে ২০২৩; সাকিব সবসময়ই চ্যাম্পিয়ন
২০০৯ সালের ঘটনা, সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। সেই ঘটনার ১৪ বছর পর, অর্থাৎ ২০২৩ সালেও ঠিক একইভাবে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাকিব। পার্থক্য এক জায়গায়। একটা ছিল খেলার মাঠ। বর্তমানটা রাজনীতির মাঠে।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভক্তদের আশানুরূপ পারফম্যান্স দেখাতে পারেননি সাকিব আল হাসান। যার কারণে এই টুর্নামেন্ট শেষে মিস্টার ৭৫, বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকবেন কি না, এ নিয়ে চলছিল আলোচনা, সমালোচনা। তবে সবকিছু ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন সাকিবের রাজনীতিতে যোগ দেয়া। কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নির্বাচন করবেন তিনি।
এরই ধারাবাহিকতায়, গাড়িবহর নিয়ে আজ মাগুরায় গিয়েছিলেন আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে নিজের এলাকায় পৌঁছান তিনি।
তাকে স্বাগত জানাতেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারও সমর্থক। যেখানের ছবি এবং বেশকিছু ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলছেন, “ভক্তদের ভালোবাসায় সাকিবের সিক্ত হওয়ার ঘটনা নতুন কিছু না।“ আবার কেউ বলছেন, “ক্রিকেটের মতো সাকিব রাজনীতিতেও হবেন বিশ্বসেরা।”
তাইতো মাঠের মতো রাজনীতির খেলাতেও সাকিব এগিয়ে যাবেন, নিজেকে ছাড়িয়ে যাবেন প্রতিনিয়ত, এ যেন তাঁর সব ভক্তের প্রত্যাশা।