বিশ্বকাপের ভরাডুবি তদন্তে কমিটি গঠন করল বিসিবি

বিশ্বকাপের ভরাডুবি তদন্তে কমিটি গঠন করল বিসিবি

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম মোটেও আশানুরূপ ছিল না। ওয়ানডেতে অন্যতম শক্তিশালী মানা এই দলের এমন ফর্মে সমর্থকসহ অবাক হয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু থেকে ক্রিকেট বিশ্লেষকরা। গলদ ছিল আসলে কোথায়? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে অফিশিয়াল পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের এমন ভরাডুবির কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্তের বিষয়টি জানায় বিসিবি।

বিশেষ এই কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। সদস্য হিসেবে বাকি দুই জন মাহবুবুল আলম ও আকরাম খান। 

আসর জুড়ে হতাশাজনক পারফরমেন্সের পেছনের কারণগুলো খতিয়ে সেগুলো যাচাই করবে এই তদন্ত কমিটি। পরবর্তীতে সেটি উপস্থাপন করবে বোর্ডের কাছে।

বিশ্বকাপের ২০১১, ২০১৫, ২০১৯ তিন আসরেই তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। খেলেছিল ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিতেও। বিশ্বকাপ বাছাইয়েও শক্ত অবস্থানে ছিল তারা। তাই বাড়তি কিছুরই আশা করে রেখেছিল সমর্থকরা। তবে সেই আশায় গুড়ে বালি। বিশ্বকাপে নিজেদের নয় ম্যাচে কেবল দুটিতে জিতে হতাশাজনক বিদায় নেয় সাকিব-মিরাজরা। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের কাছেও হারে বাংলাদেশ। পাশাপাশি দল ঘিরে ছিল নানা বিতর্ক। 

দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিকল্পনা কোথায় ছিল সেই ভুল? এমন কিছু তদন্তে বিশ্বকাপের পর থেকেই দাবি জানিয়েছিলেন দেশের সাবেক ক্রিকেটাররা। অবশেষে বিসিবি নিল অফিশিয়াল পদক্ষেপ।

  

সম্পর্কিত খবর