মেসিদের কোচ হয়েই থাকছেন স্কালোনি

মেসিদের কোচ হয়েই থাকছেন স্কালোনি

ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর সবচেয়ে বড় ধাক্কাটা খায় আর্জেন্টাইন সমর্থকরা। সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন মেসিদের তিনটি শিরোপা জেতানো লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে এত এত সাফল্য যিনি এনে দিয়েছেন তাকে ছাড়া যেন কিছুই ভাবতে পারছিল না সমর্থকরা। এর মধ্যে খবরও রটে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন স্কালোনি।

তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য আপাতত স্বস্তির খরব, এখনই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন না তিনি। সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। ২০২৪ কোপা আমেরিকা ড্র’য়েও মেসিদের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। স্কালোনির সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে সাংবাদিক ননী সেনরা ও সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর মিয়ামিতে হতে যাওয়া কোপা আমেরিকার ড্র’য়ে আর্জেন্টিনার কোচিং প্যানেলে থাকবেন স্কালোনি। এরপর আগামীতে পরিস্থিতি বুঝে নতুন করে সিদ্ধান্ত নেবেন আলবিসেলেস্তেদের শিরোপা খরা কাটানো এই কোচ।

এর আগে অবশ্য ব্রাজিল থেকে দেশে ফিরে স্কালোনি নিজের স্বাস্থ্যগত সমস্যার কথাও জানিয়েছেন। বলেন, ‘বিশ্বকাপের পর জানুয়ারির শেষে আমার পেটে কিছু একটা লক্ষ্য করি, পরে জানতে পারি এটা হারপিস(চর্ম)। আমি বুঝতে পেরেছি, বিশ্বকাপের সময় যেই কঠোর পরিশ্রম আমাকে করতে হয়েছে তার জন্যই পেট থেকে এটা কিছুটা বেরিয়ে এসেছে।’ তার অমন কথার পর ধারণা করা হচ্ছিল স্বাস্থ্যগত কারণে হয়তো দল থেকে সরে যেতে চান তিনি।

তবে দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী এর বাইরেও একাধিক কারণে দেশটির ফুটবল এএফএর সাথে বিরোধ রয়েছে স্কালোনির। এএফএ তার সাথে কোনো পরামর্শ না করেই জাতীয় দল সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে। যা ভালো লাগেনি তার। গত মার্চে সরকারে পক্ষ থেকে আর্জেন্টিনা দলকে চীন সফরে যেতে বাধ্য করা। এছাড়াও মারিও আলবার্তো কেম্পেসকে বোর্ডে আসা বন্ধ করে দেওয়া। এসব বিষয়ে ক্লাদিও তাপিয়ার ওপর ক্ষোভ রয়েছে স্কালোনির। আর সে কারণেই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যেতে চান তিনি।

সম্পর্কিত খবর