স্বাস্থ্যগত কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন স্কালোনি
আলবিসেলেস্তেদের শিরোপা আক্ষেপ দূর করেছেন লিওনেল স্কোলোনি। ২০১৮ সালে মেসিদের দায়িত্ব নিয়ে জিতিয়েছেন তিনটি শিরোপা। ৩৬ বছর পর স্কালোনির হাত ধরেই শিরোপা উৎসব হয়েছে দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে। এত এত যার কীর্তি সেই তিনি হঠাৎই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর। যা নিয়ে গত কদিন ধরেই চলছে নানা আলোচনা।
শোনা যাচ্ছিল, আর্জেন্টিনার ফুটবল প্রধান ক্লাদিও তাপিয়ার সঙ্গে বনিবনা হচ্ছে না স্কালোনির। আর সে কারণেই দায়িত্ব থেকে সরে যেতে চান তিনি। এদিকে শোনা যাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন এই আর্জেন্টাইন। দলটির কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ায় তার জায়গায় স্কালোনিকে ভাবা হচ্ছে। এসব নিয়ে গত কদিন ধরেই চলছিল নানা জল্পনা।
সেই জল্পনাটা এবার নিজেই থামিয়েছেন স্কালোনি। জানিয়েছেন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের কোচ হওয়া কিংবা তাপিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়ে কোনো কথা বলেননি আর্জেন্টাইন কোচ। আর সে কারণেই ধরণা করা হচ্ছে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পেছনে তার এই স্বাস্থ্যগত সমস্যায় দায়ী।
স্বাস্থ্যগত সমস্যা নিয়ে দেশটির টেলিভিশন বোবো টিভিতে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের পর জানুয়ারির শেষে আমার পেটে কিছু একটা লক্ষ্য করি, পরে জানতে পারি এটা হারপিস(চর্ম)। আমি বুঝতে পেরেছি, বিশ্বকাপের সময় যেই কঠোর পরিশ্রম আমাকে করতে হয়েছে তার জন্যই পেট থেকে এটা কিছুটা বেরিয়ে এসেছে।’