হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন স্টোকসের
দীর্ঘদিন ধরেই হাঁটুর চোট বেশ ভোগাচ্ছিল বেন স্টোকসকে। সম্প্রতি জানিয়েছিলেন যে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া লাগবে তাকে। গতরাতেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
জানুয়ারিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। তার আগেই ফিট হয়ে খেলার উপযোগী থাকবেন স্টোকস, এমনটাই আশা করেন তিনি।
গতরাতে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন তিনি। যেখানে ক্রাচে ভর দিয়ে লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। এই ছবি দেখেই সবাই নিশ্চিত হয়েছে যে তার হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফিটনেসে নজর দিতে নিজেকে ২০২৪ আইপিএল থেকেও সরিয়ে নিয়েছেন স্টোকস। তবে আগামী বছরের টি-টোয়েন্টিতে তিনি খেলবেন কি না এই বিষয়েও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। নিজের ফিটনেস ও শারীরিক সুস্থতাই তার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।