মেসিকে নিয়ে আলোচনায় আসা কে এই নারী
এ যেন লিওনেল মেসি ভক্তদের জন্য বিনা মেঘে বজ্রপাত! আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী তারকার চরিত্রে কালো দাগ লাগেনি কখনোই। শৈশবের প্রেমিকার সঙ্গে সংসার পেতেছেন, সন্তানও এসেছে সংসারে। তিন পুত্র-স্ত্রী আর ক্যারিয়ারে আকাশ ছোঁয়া সাফল্য-সেই মেসিকে নিয়েই কীনা এখন উত্তাল ফুটবল বিশ্ব!
খবর ছড়িয়েছে নতুন সম্পর্কে জড়িয়েছেন মেসি। তাতে নাকি অ্যান্তোলিনা রোকোজ্জোর সঙ্গে তার সাজানো সংসারে কালো মেঘ!
ব্রাজিলের সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ্যে এনেছে। তারপর সেই খবরটা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অনেকেই অনুসন্ধানে নেমেছেন মেসিকে জড়িয়ে আলোচনায় আসা এই নারী কে?
তিনি সোফি মার্তিনেজ। আর্জেন্টিনার জনপ্রিয় নারী সাংবাদিক ২০২২ কাতার বিশ্বকাপ কাভার করেই আলোচনায় আসেন। টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে আর্জেন্তিনার মুখোমুখি খেলতে নামে ক্রোয়েশিয়া। যেখানে সোফির ধারাভাষ্য শুনেছে অনেকেই। তারপর মেসির এক্সক্লুসিভ সাক্ষাৎকারও নিয়েছেন তিনি। তখন মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসে।
সোফি যখন মেসির সঙ্গে কথা বলছিলেন তখন থেকেই এই সম্পর্ক নিয়ে কথা উঠতে শুরু করে। যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তো আছেই! এনিয়ে মেসি কিংবা সোফি কেউ মুখ খুলেন নি। কথা বলেন নি মেসির স্ত্রীও। তবে সরব মেসিরই বন্ধু সেস ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা। তিনি মনে করেন যে এই গোটা বিষয়টাই একটা গুজব ছাড়া কিছু নয়, 'এই খবরের কোনও ভিত্তি নেই। এটি বিশ্বাস করারও কোনও কারণ নেই।'
তারপরও নিন্দুকের মুখ আটকানো যাচ্ছে না। মেসির সঙ্গে নাম জড়িয়ে পরিচিতিটা আরও বেড়ে গেলো সোফি মার্তিনেজের!