নারী আইপিএলের নিলামে বাংলাদেশের দুই তরুণী
নারী আইপিএলের দ্বিতীয় আসরের নিলামে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খান। দু’জনের ভিত্তিমূলই ৩০ লাখ রুপি। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। যেখানে নির্ধারণ হতে তাদের ভাগ্য। আসরে তাদের খেলা হচ্ছে কি-না।
এবারের নিলামে নাম নিবন্ধন করেছেন মোট ১৬৫ জন ক্রিকেটার। তবে সেখান থেকে মোট ৩০ জন ক্রিকেটারকে কিনতে পারবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে মাত্র ৯ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন এবারের আইপিএলে।
অবশ্য এর আগের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন আইপিএলে। তবে মূল আসরে খেলার সুযোগ হয়নি জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারদের কারোই।
তবে এবার মূল আসরে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশে দুই তরুণী। কেননা, সাম্প্রতিক সময়ে দেশের হয়ে ক্রিকেটে সময়টা ভালোই কেটেছে তাদের। কদিন আগেই ঘরের মাটিতে ভারতকে হারাতে দু’জনেই রেখেছিলেন বড় ভূমিকা। ভারতকে টি-টোয়েন্টিতে হারানোর ম্যাচে রাবেয়া শিকার করেছিলেন ৩ উইকেট। অন্যদিকে পেস ও আগ্রাসনে ভারতীয় ব্যাটারদের কাছেও প্রশংসা কুড়িয়েছিলেন মারুফা।