পাকিস্তানের বিপক্ষে অজিদের টেস্ট দলে নতুন মুখ মরিস
চলতি মাসেই তিনটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। যেই লক্ষ্যে শান মাসুদকে অধিনায়ক করে আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতায় এবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়াও। পেট কামিন্সের নেতৃত্বাধীন ১৪ সদস্যের এই দলে নতুন মুখ ল্যান্স মরিস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার।
প্রথম শ্রেণির ক্রিকেটে মরিস অবশ্য বেশ পরিচিত নাম। ২২ ম্যাচে ৩৮ ইনিংসে ২৫.৪৪ গড়ে ৭৪টি উইকেট রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে ২ বার ৫ উইকেট ও ৫ বার ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। বল করতে পারেন ১৫০ কি.মি ঘণ্টায়। সেই উপহারটাই এবার পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সব ঠিক থাকলে পার্থে টেস্ট অভিষেক হতে পারে তার।
নতুন মুখ মরিস ছাড়াও পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে দলে আছে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ড। এছাড়াও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা হয়েছে ক্যামেরুন গ্রিন ও মিচেল মার্শের। সব মিলিয়ে সম্পূর্ণ এক পেস আক্রমণ অজিদের। স্পিনেও শক্তি বাড়াতে ফিরেছেন নাথান লিয়ন। চোট মুক্ত হয়ে দলে ফিরেছেন তিনি। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে টড মারফিকে।
তিন টেস্টের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১৪ ডিসেম্বর পার্থে। এরপর ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মেলবোর্নে। সিরিজের শেষ টেস্ট টি মাঠে গড়াবে আগামী বছরের ৩ জানুয়ারি। যার ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
অস্ট্রেলিয়া স্কোয়াড: (শুধুমাত্র প্রথম টেস্ট) প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, ল্যান্স মরিস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।