জয় ছাড়া আর কিছু চাইছে না বসুন্ধরা

জয় ছাড়া আর কিছু চাইছে না বসুন্ধরা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এএফসি কাপ আছে বহাল তবিয়তেই। আগামীকাল মঙ্গলবার মাজিয়া এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরার এবারের এএফসি কাপ মিশন। তার আগে কোচ অস্কার ব্রুজন জানালেন, জয় ছাড়া আর কিছুই ভাবছে না তার দল।

এএফসি কাপের আগের দুই আসরের গ্রুপ পর্বটা হয়েছে ভিন্ন ফরম্যাটে। করোনাভাইরাসের কারণে একটা নির্দিষ্ট ভেন্যুতে হয়েছে গ্রুপ পর্বের খেলাগুলো। ২০২১ আসরে মালদ্বীপ, আর গেল আসর হয়েছিল কলকাতায়।

তবে এবার আবারও পুরোনো হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে এই টুর্নামেন্ট। সে কারণে খানিকটা স্বস্তিতে কোচ অস্কার ব্রুজন। তার কথা, ‘এবার হোম আর অ্যাওয়ে ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। এ কারণে এবারের টুর্নামেন্টটা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমি সবসময়ই বলি, হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটটাই এমন টুর্নামেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত ফরম্যাট।’

মাজিয়ার বিপক্ষে কোচ অস্কার ব্রুজনের বসুন্ধরা খেলেছে এ পর্যন্ত দু’বার। দু’বারই জয় নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে দলটা। সে ইতিহাস তো বটেই, নিজেদের শেষ কিছুদিনের পারফর্ম্যান্স দলের আত্মবিশ্বাসে যোগ করেছে বাড়তি জ্বালানি।

তার কথা, ‘অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পাওয়াটা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচ থেকে জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’

সম্পর্কিত খবর