ইন্টার মায়ামিতেই যাচ্ছেন সুয়ারেজ?

ইন্টার মায়ামিতেই যাচ্ছেন সুয়ারেজ?

গতবছর নিজ দেশের ক্লাব ন্যাসিওনাল ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তিনি পাড়ি জমালেন ব্রাজিলের গ্রেমিওতে। সেখানে দুর্দান্ত এক মৌসুম শেষে গত রবিবার গ্রেমিওর হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। তার পরবর্তী গন্তব্য নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকের ধারণা এবার তিনি যাচ্ছেন বন্ধু মেসির দল মায়ামিতেই।

অ্যারেনা দি গ্রেমিওতে ভাস্কো দা গামার বিপক্ষে গ্রেমিওর হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। দলের হয়ে গোলও করেছিলেন তিনি। তার একমাত্র গোলেই জয় পায় গ্রেমিও।

ম্যাচ শেষে গ্যালারির ভক্ত-সমর্থকরা দাঁড়িয়ে সম্মান জানান তাকে। সুয়ারেজকেও আবেগে অশ্রুসিক্ত হতে দেখা যায়। স্ত্রী সোফিয়া এবং সন্তানদের নিয়ে মাঠের চারপাশ ঘুরে দর্শকদের সঙ্গে শেষ বিদায়পর্ব সম্পন্ন করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজকে বিদায় জানিয়ে ব্রাজিলিয়ান ক্লাবটি লিখে, ‘আমাদের ইতিহাসের একটি সুন্দর অধ্যায় তোমাকে নিয়ে লেখা হলো। সেই অধ্যায়ের নায়ক হলে তুমি। যেখানেই থাকো, ভালো থাকো। আনন্দময় হোক তোমার জীবন।’

গ্রেমিওর সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি থাকলেও আকস্মিক সিধান্ত নিয়ে ক্লাব ছাড়লেন তিনি। নতুন করে আবার গুঞ্জন উঠেছে যে, পুরনো সতীর্থ ও বন্ধুর সাথে পুনরায় জুটিবদ্ধ হতে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি। মেসির সঙ্গে খেলতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কিছুটা অনিশ্চিতভাবেই উত্তর দেন সুয়ারেজ, ‘লম্বা ক্যারিয়ারের পর শরীর আমার হয়ে কথা বলছে, আমি ব্যথা অনুভব করছি। আমি সময়টা উপভোগ করতে চাই এবং তারপরই নিজের লম্বা ক্যারিয়ারের শেষটা নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। আমার বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। তারপর নিয়তি ঠিক করবে ভবিষ্যৎ কী হবে।’

মেসি, বুস্কেটস, জর্দি আলবার সঙ্গে বার্সেলোনায় কাটানো সোনালী সময়গুলো আবার জাগিয়ে তুলতে তিনি শেষ পর্যন্ত মায়ামিতেই যোগ দেন কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

সম্পর্কিত খবর