ফ্লাডলাইটের আলো জ্বলল কিন্তু শুরুতেই অন্ধকারে বাংলাদেশের ব্যাটিং
শীত আসার ঘোষণা দিয়ে মিরপুর স্টেডিয়ামের আকাশজুড়ে কুয়াশার চাদর। আর তাই সকালের শুরু থেকে ফ্লাডলাইট জ্বালিয়ে চলল টেস্ট ম্যাচ। সুর্যের দেখা নেই। কিন্তু তাও মাঠজুড়ে ফ্লাডলাইটের অনেক আলো। তবে সেই আলোও বাংলাদেশ দলের ব্যাটিং অন্ধকার কাটাতে পারলো না!
লাঞ্চে গেল বাংলাদেশ ৮০ রানে শুরুর ৪ উইকেট হারিয়ে। এবং চার উইকেটের সবগুলোই আবার স্পিনে কাটা! নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টার মিরপুর টেস্টে বাংলাদেশের সকালটাকে অন্ধকার করে দিলেন। দুজনে নিলেন দুটি করে উইকেট। টেস্ট ম্যাচ শুরুর পাঁচ ওভার শেষেই দু’প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করে নিউজিল্যান্ড। সাফল্যও প্রায় সঙ্গে সঙ্গে। প্রথমদিনের প্রথম সকালে ৪ উইকেট শিকার। চওড়া হাসি নিয়েই মিরপুর টেস্টের প্রথম সেশন পুরোদুস্তর নিজেদের করে নিল নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ টেস্টের শুরুতেই এমন বেহাল ব্যাটিংয়ের অস্বস্তি নিয়েই লাঞ্চে গেল।
এই সেশনে কিউই স্পিনারদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদের বাজে শটও কম দায়ী নয়। ওপেনার জাকির হাসান আরেকবার জানালেন বাঁহাতি স্পিনে তিনি এখনো বড় দুর্বল। মিচেল স্যান্টারের বলে তার হঠাৎ মনে হলে ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকানোর। টাইমিংয়ে বড় গোলযোগ হলো। সহজ ক্যাচ তুলে সিঙ্গেল ডিজিটে ফিরলেন জাকির। বাংলাদেশ ইনিংসে ধাক্কার সেই শুরু। খানিকবাদে আজাজ প্যাটেলের হাফপিচে পড়া বলে আগে থেকে ঠিক করে রাখা মনোভাব নিয়ে খেলতে নেমে শর্টলেগে ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদুল হাসান জয়। ৪০ বলে তার ১৪ রানের পরিশ্রমী ইনিংসের বাজে সমাপ্তি। উইকেটে সেট হওয়ার আগেই দুই বাঁহাতি মুমিনুল হক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট। মুমিনুল স্পিনে পরাস্ত। শান্ত রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে ধরা।
ম্যাচ শুরুর ১৫ ওভারের মধ্যে ৪৭ রানে ৪ উইকেট হারানো দলকে নতুন করে টেনে সামনে বাড়ানোর দায়িত্ব পড়েছে মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপুর ওপর। অভিজ্ঞ মুশফিক ও দ্বিতীয় টেস্ট খেলতে নামা দিপুর ব্যাটে বিপদ এড়ানোর বার্তা দিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।
ঢাকা টেস্ট স্কোরকার্ড:
বাংলাদেশ প্রথম ইনিংস (প্রথম দিনের লাঞ্চ বিরতিতে): বাংলাদেশ ৮০/৪ (২৮ ওভারে, জাকির হাসান ৮, মাহমুদুল ১৪, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ১৮*, দিপু ১৪* স্যান্টার ২/২৪, এজাজ ২/৩২)