টাইম ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

 

লিওনেল মেসি। ফুটবল বিশ্বের তারকা তালিকার অন্যতম এক নাম। ক্লাব-আন্তর্জাতিক মিলিয়ে ফুটবল শুরু করেছে ২০০৪ সালে। তখন থেকেই ফুটবল মাঠে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অর্জন তালিকা একে একে হয়েছে বিশাল। 

বয়স পেরিয়েছে ৩৬। তবে সেই অর্জনের তালিকা যেন থামছে না। বরং ২০২২ বিশ্বকাপের পর থেকেই সেই তালিকা বাড়ছে দ্রুতই। দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা, এরপর রেকর্ড অষ্টম ব্যালন, এসব মিলিয়ে ফুটবল বিশ্বের বেশিরভাগ নামীদামী পুরস্কার বাড়ি নিয়ে গেছেন মেসি। 

সেই তালিকায় এবার যোগ হলো টাইম ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। ক্লাব ক্যারিয়ারে ১৯ বছর খেলার পর চলতি বছরের জুলাইয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এতেই যেন পাল্টে যায় পুরো আমেরিকার ক্লাব ফুটবলের চিত্র। মূলত এই আলোড়ন সৃষ্টির জন্যই তাকে নির্বাচিত করা হয় টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে। 

সর্বশেষ ২০২২ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় ছিলেন বেসবল খেলোয়াড় অ্যারন জাজ।  

সম্পর্কিত খবর