জামালদের সঙ্গে আরও এক বছর থাকছেন কাবরেরা
২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের কোচ হয়ে এসেছিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও প্রথম দফায় তার অধীনে সফল হতে পারেনি দল, আট ম্যাচে জয় এসেছিল মাত্র একটিতে, ড্র দুটিতে এবং বাকি পাঁচটিতে জুটেছিল হার।
তবে এমন পারফরম্যান্সের পরও গত বছর ডিসেম্বরে তার কাঁধে আবারও জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব তুলে দেয় বাফুফে। দ্বিতীয় দফায় অবশ্য সফল এই স্প্যানিশ কোচ। তার অধীনে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল; যেখানে ৫টি জয়ের বিপরীতে হার ৪টি এবংবাকি ৪টিতে ড্র। এ সময়ে শক্তিশালী লেবানন, আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র, মালদ্বীপকে হারিয়েছে জামাল ভুঁইয়ার দল।
দ্বিতীয় দফায় ভালো ফলাফলের কারণে কাবরেরাকে ধরে রাখতে চেয়েছিল কাবরেরা। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরার সঙ্গে ছিল বাফুফের চুক্তি। তবে নতুন বছরের আগে চুক্তি নবায়ন করে দেশে ফিরে ছুটি কাটাতে চেয়েছিলেন স্প্যানিশ কোচ। তবে বেতন চেয়েছিলেন আগের চেয়ে দ্বিগুণ। যেটি ছিল মাসিক ১৫ হাজার ডলারের মতো। যে কারণে আবারও জাতীয় দলের ডাগআউটে কাবরেরা দেখা যাবে নাকি তা নিয়ে শঙ্কায় ছিল দেশের ফুটবলপ্রেমীরা।
তবে এবার কাবরেরার সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে বাফুফে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বুধবার জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতমসহ সভাপতি কাজী নাবিল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাবরেরার অধীনে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে পাঁচ ম্যাচে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। হেরেছে ও ড্র করেছেন সমান চারটি করে ম্যাচে। ২০০৯ সালের পর প্রথমবার তার অধীনেই সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছেন।