এক হালান্ডের সঙ্গেই পেরে উঠছে না হাজার কোটি টাকার চেলসি!

এক হালান্ডের সঙ্গেই পেরে উঠছে না হাজার কোটি টাকার চেলসি!

চেলসির দুঃস্বপ্ন চলছেই। গত মৌসুমে ১২ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। চলতি মৌসুমে প্রথম পাঁচ ম্যাচ শেষে তাদের অবস্থান আরও দুই ধাপ নিচে। পাঁচ ম্যাচ খেলে সাকুল্যে তাদের পয়েন্ট পাঁচ, গোলও করেছে মোটে পাঁচটি। পরিসংখ্যান বলছে, দীর্ঘ সময় ধরেই চলছে চেলসির এই অনিশ্চিত যাত্রা। গত মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর আরলিং হালান্ড একা যা গোল করেছে, চেলসি পুরো দল মিলেও সে সংখ্যক গোল করতে পারেনি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে গোলশুন্য ড্র করেছে চেলসি। লিগে আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেই গিয়েছিল তারা। লিগের একেবারে নিচের সারির দলগুলোর বিপক্ষে গোলমুখে চেলসির অসহায়ত্ব ছিল চোখে পড়ার মতো। বারবার আক্রমণের কম্বিনেশন পরিবর্তন করেও দলের ভাগ্য ফেরাতে পারছেন না কোচ মরিসিও পচেত্তিনো। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, দলবদলের বাজারে ক্লাবটির নতুন মালিক টড বোয়েলি যে প্রায় এক বিলিয়ন পাউন্ড খরচ করলেন, তার সবটাই কি গচ্চা গেল তবে!

চলতি মৌসুমে এখন পর্যন্ত দলটির করা ৫ গোলের ৩টিই এসেছে প্রথমবার প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া এবং এখন লিগের তলানির দল লুটন টাউনের বিপক্ষে। বাকি চার ম্যাচে তাদের গোলসংখ্যা দুই। সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে লিগে পাঁচ ম্যাচ খেলে মাত্র পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল চেলসি। সেবার ১১তম স্থানে থেকে মৌসুম শেষ করে ব্লুজরা।

প্রিমিয়ার লিগের আরলিং হালান্ডের গোলের পরিসংখ্যানের সঙ্গে তুলনা টানলে আরও প্রকট হয়ে উঠে গোলমুখে চেলসির দুর্দশার চিত্র। চলতি মৌসুমে চেলসির পাঁচ গোলের বিপরীত হালান্ডের গোলসংখ্যা ৭।

হালান্ড ম্যান সিটিতে যোগ দেয়ার পর এখন পর্যন্ত লিগে ৪৩ গোল করেছেন, এই সময়ে লিগে চেলসির গোল ঠিক তার সমান। তবে হিসেবটা যদি সব প্রতিযোগিতা মিলিয়ে করেন, চেলসি সমর্থকরা হয়ত লজ্জাই পাবেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড গোল করেছেন ৫৯টি, বিপরীতে এই সময়ে সব প্রতিযোগিতায় চেলসির গোল ৫৬।

গোলমুখে চেলসির এমন দুর্ভিক্ষের আশু সমাধান খুঁজতে হবে পচেত্তিনোকে। রহিম স্টার্লিং, মিখাইলো মুদ্রিক, নিকোলাস জ্যাকসনরা গোলমুখে ছন্দ না খুঁজে পেলে এই মৌসুমে বড় বিপদেই পড়তে হতে পারে ব্লুজদের।

সম্পর্কিত খবর