গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা ব্রাজিলের 

গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা ব্রাজিলের 

 

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। চোটাক্রান্ত দল, সঙ্গে মাঠের সময়টাও ভালো যাচ্ছেনা ফের্নান্দো দিনিজের দলের। বিশ্বকাপ বাছাইয়ে আগের আসরে শীর্ষে থেকেই গিয়েছিল কাতার বিশ্বকাপে। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই দলটি দেখল ছন্দপতনের। শেষ চার ম্যাচে পায়নি কোনো জয়ের দেখা। 

অন্যদিকে, ব্রাজিলের তারকা নেইমার পড়েছেন এসিএলের চোটে। করিয়েছেন অস্ত্রোপচারও। এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দীর্ঘ সময় লাগে। এতে ধারণা করা হচ্ছে কোপা ২০২৪ আসরে হয়তো তাকে পাচ্ছে না। 

ভিনিসিয়ুস-মার্তিনেল্লিদের ওপর থাকছে তাই বাড়তি দায়িত্ব। বৈশ্বিক টুর্নামেন্টে সামনে লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর, কোপা আমেরিকা। যুক্তরাষ্ট্রের মায়ামি আজ (শুক্রবার) হয়ে গেল আসরটির। যেখানে গ্রুপ ‘ডি’-তে পড়েছে ব্রাজিল। বাকি তিন দল কলম্বিয়া, প্যারাগুয়ে ও কনকাকাফ অঞ্চলের প্লেঅফ বিজয়ী ২ (হন্ডুরাস/কোস্টারিকা)। 

কোপার আসন্ন আসরে সেলেসাওদের প্রথম ম্যাচ আগামী ২৪ জুন, বিপক্ষে প্লেঅফ পেরিয়ে আসা হন্ডুরাস বা কোস্টারিকার বিপক্ষে। ক্যালিফোর্নিয়ার ইনিংউডে হবে ম্যাচটি। 

ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে, ২৮ জুন। গ্রুপ পর্বে ভিনিসিয়ুসদের শেষ ম্যাচ ২ জুলাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। 

এর আগের দুই আসরেই কোপা আয়োজন করেছে ব্রাজিল। গতবাররের ফাইনালে মারাকানায় হেরেছিল আর্জেন্টিনার কাছে। এবার সেই হতাশা ভুলে ভালোভাবেই ফিরতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

 

সম্পর্কিত খবর