স্পিন ফাঁদে নিজেরাই আটকে গেল বাংলাদেশ, সিরিজে সমতা

স্পিন ফাঁদে নিজেরাই আটকে গেল বাংলাদেশ, সিরিজে সমতা

স্পিনের ফাঁদ পাতা মিরপুরে শেষ পর্যন্ত নিজেরাই আটকে গেল বাংলাদেশ! ঢাকা টেস্ট জিতল নিউজিল্যান্ড। আর ৪ উইকেটের এই জয়ে সিরিজে সমতা আনল তারা। অনেক আফসোস ও হতাশা নিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ। এই সিরিজটা বাংলাদেশ ২-০ তে জিততেও পারতো, এমন একটা দীর্ঘশ্বাস রয়েই গেল!

ম্যাচ জয়ের জন্য চতুর্থদিন নিউজিল্যান্ডের সামনে টার্গেট ছিল মাত্র ১৩৭ রান। সেই সামান্য রান তুলতেই অবশ্যই নিউজিল্যান্ড ভীষণ বিপদে পড়ে। ৬৯ রানে হারিয়ে বসে শুরুর ৬ উইকেট। কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও দলকে বিপদ থেকে উদ্ধার করেন গ্লেন ফিলিপস। তার অপরাজিত ৪০ রানের ইনিংস নিউজিল্যান্ডকে জেতাল ঢাকা টেস্ট। অথচ এই গ্লেন ফিলিপস দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু স্লিপে গ্লেন ফিলিপসের ক্যাচটা যে শূন্য রানে ফেলে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত সেখানেই ম্যাচটা ফেলে দিয়ে এলো বাংলাদেশ!

একপাশ আঁকড়ে ধরে গ্লেন ফিলিপস এই স্পিন স্বর্গে দারুণ দক্ষতার সঙ্গে ব্যাট করলেন। যখন প্রয়োজন হলো তখন আক্রমণে গেলেন আবার সময়ের প্রয়োজনে ঠিক রক্ষনাত্মকও হলেন। মিরপুরের এই উইকেটে রান পেতে হলে বিশেষ দক্ষতার প্রয়োজন। ব্যাট হাতে উভয় ইনিংসে সেই দক্ষতা দারুণভাবে দেখালেন ফিলিপস। প্রথম ইনিংসে ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করে ঢাকা টেস্টে ম্যাচ সেরাও তিনি। দ্বিতীয় ইনিংসে দারুণ কার্যকর সঙ্গী হিসেবে পেলেন মিচেল স্যান্টনারকে। বাঁহাতি স্যান্টার খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস। এই দুজনে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন হার না মানা ৭০ রান।

এই ম্যাচ জিততে হলে একটা বড় জুটিই যথেষ্ট, সেই বাস্তবতা নিয়েই নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ব্যাটিং করে গেলেন। এবং দলকে এনে দিলেন অনেক প্রয়োজনীয় জয়।

মামুলি পুঁজি নিয়ে চতুর্থদিন দুপুর বিকেল লড়াই চালিয়ে গেলেন বাংলাদেশের স্পিনাররা। বেশ কয়েকটি ক্লোজ কলে রিভিউ নিলো বাংলাদেশ। কখনো সেই রিভিউ পক্ষে গেল। কখনো বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে আর কিছু রানের সঞ্চয় রাখতে পারলে এই ম্যাচ এবং সিরিজ জিততে পারতাম-এমন একটা দুঃখী আফসোস রেখেই ঢাকা টেস্টে হারল বাংলাদেশ।

ঢাকা টেস্ট স্কোরকার্ড:
বাংলাদেশ প্রথম ইনিংস:
বাংলাদেশ ১৭২/১০ (৬৬.২ ওভারে, জাকির হাসান ৮, মাহমুদুল ১৪, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম হাসান ১৩, তাইজুল ৬, শরিফুল ১০, অতিরিক্ত ১৪ স্যান্টার ৩/৬৫, এজাজ ২/৫৪, ফিলিপস ৩/৩১)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮০/১০ ( ৩৭.১ ওভারে, ল্যাথাম ৪. কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১৮, ব্লানডেল ০, ফিলিপস ৮৭, স্যান্টার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০, অতিরিক্ত ১১, মেহেদি ৩/৫৩, তাইজুল ৩/৬৪, নাঈম ২.২১, শরিফুল ২/১৫)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪৪/১০ ( ৩৫ ওভারে জাকির হাসান ৫৯, এজাজ ৬/৫৭)। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৩৯/৬( গ্লেন ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*, মেহেদি ৩/৫১)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: গ্লেন ফিলিপস। সিরিজ: ১-১ ড্র।

সম্পর্কিত খবর