বেলিংহ্যামের গোলে ড্র করল রিয়াল

বেলিংহ্যামের গোলে ড্র করল রিয়াল

রিয়াল বেটিসের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যর্থ হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দু’দল।

শনিবার রাতে লালিগার ম্যাচে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত ভাবে ধরে রাখতেই মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেই আগ্রাসীভাবে খেলতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। কোনো গোল আদায় করা ছাড়াই প্রথমার্ধ শেষ করে উভয় দল।

৫৩তম মিনিটে ব্রাহিমের অ্যাসিস্ট থেকে কোনো ভুল না করে বেটিসের জালে বল প্রবেশ করান জুড বেলিংহ্যাম। এগিয়ে গেলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রিয়াল। ৬৬তম মিনিটে জোরালো শটে দলকে সমতায় ফেরান আইতর রুইবাল।

দারুণ এক বাঁকানো ফ্রি-কিক থেকে প্রায় গোল দিয়েই ফেলেছিলেন টনি ক্রস, কিন্ত নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বেটিস গোলরক্ষক। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

এই ড্রয়ের পরও লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে তারা, ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। ১৫টি করে ম্যাচ খেলে পরবর্তী দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে জিরোনা (৩৮ পয়েন্ট) এবং বার্সেলোনা (৩৪ পয়েন্ট)।

সম্পর্কিত খবর