রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান নাদাল
ফুটবলে রিয়াল মাদ্রিদের একনিষ্ঠ ভক্ত স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ক্লাবের প্রতি তার ভালোবাসার স্বীকৃতি হিসেবে সম্মানসূচক সদস্যপদও পেয়েছেন। ভবিষ্যতে সুযোগ পেলে ক্লাবের সভাপতি হতেও মুখিয়ে আছেন তিনি।
সম্প্রতি স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্টারের সঙ্গে আলাপে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ভূয়সী প্রশংসা করেছেন নাদাল। মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের উত্তরসূরি হওয়ার কোনো স্বপ্ন নেই তার, তবে সুযোগ পেলে তা লুফে নিতে প্রস্তুত এই টেনিস তারকা। মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে নাদাল বলেন, ‘আমি আসলে জানি না। আমার (এটা নিয়ে কোনো স্বপ্ন) নেই। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি।’
এরপরই নাদাল যোগ করেন, ‘এখন, আমি কি (মাদ্রিদের প্রেসিডেন্ট) হতে চাই? হয়ত চাই। আমি হয়ত এটা হতে চাই। তবে প্রথমত, এখন এটা নিয়ে কিছু বলা অবান্তর কারণ এখন আমাদের আছে সম্ভাব্য সেরা প্রেসিডেন্ট (পেরেজ)।’
রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবের প্রেসিডেন্ট হওয়া চাট্টিখানি ব্যাপার নয়। নানাবিধ চাপ আর দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় এই পদাধিকারীকে। ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী নাদালের তা অজানা নয়, ‘এটা নিজেকে বুঝতে হবে যে এই দায়িত্ব নেয়ার সক্ষমতা আমার কাছে কিনা। আমি নিজের অবস্থান বুঝি। আমি আসলে এই কাজটা করতে পারব নাকি পারব না। সময়ই সব বলে দেবে।’
রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়া নিয়ে অবশ্য এবারই প্রথম নয়, বছর পাঁচেক আগেও একবার মুখ খুলেছিলেন নাদাল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে লা করুনিয়াতে ব্রাঙ্কো সাদাবেলের এক সংবাদ সম্মেলনেও নাদাল মাদ্রিদ প্রেসিডেন্ট হওয়ার বাসনার কথা জানিয়েছিলেন, ‘এটা শুধুই কল্পনা, তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, অবশ্যই আমি (মাদ্রিদের) প্রেসিডেন্ট হতে চাই।’