চ্যাম্পিয়ন্স লিগের ছয়-নয়ের আসরে কারা পৌঁছাল শেষ ষোলোতে? 

চ্যাম্পিয়ন্স লিগের ছয়-নয়ের আসরে কারা পৌঁছাল শেষ ষোলোতে? 

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর, উয়েফা চ্যাম্পিয়নস লিগ। যার ৬৯তম আসরের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়েছে গতকাল (বুধবার)। যেখানে আধিপত্য বিস্তারে সবচেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, ১৪ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। 

গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের সবগুলোই জিতেছে সিটি ও রিয়াল। সোজা হিসেবে পরের রাউন্ডে পৌঁছেছেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। অন্যদিকে আগের আসরের রানার্স-আপ ইন্টার মিলান হয়েছেন গ্রুপ রানার্স-আপ। তাদের ছাপিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এখন পর্যন্ত ফাইনালে না পৌঁছান রিয়াল সোসিয়েদাদ। 

সমর্থকদের হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ (৭ বার) শিরোপা জয়ী দল এসি মিলান। অন্যদিকে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। 

চলুন দেখে নেওয়া যাক গ্রুপ পর্বের লড়াইয়ে কারা গেল উতরে, কাদের থামতে হলো শুরুতেই। 

গ্রুপ এ:

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোতে তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। ৫ পয়েন্ট নিয়ে তিনে তুর্কি ক্লাব গালাতাসারায়। অপেক্ষাকৃত সহজ গ্রুপে থেকেও শেষ ষোলোতে নিজেদের জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কেবল একটি ম্যাচে জয় পেয়েছে তারা, হেরেছে চারটিতে। 

গ্রুপ বি: 

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা আর্সেনাল ফর্মে আছে চ্যাম্পিয়ন লিগেও। ১৩ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। শেষ ষোলোতে তাদের সঙ্গী ডাচ ক্লাব পিএসভি। 

গ্রুপ সি:

এখানে রিয়ালের ছয়ে ‘ছয়’। ১০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ নাপোলি। 

গ্রুপ ডি:

৩ জয় ও ৩ ড্রয়ে রিয়াল সোসিয়েদাদ ও ইন্টার মিলানের সমান ১২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন সোসিয়েদাদ।

গ্রুপ ই:

আবারও স্প্যানিশদের জয়জয়কার। ১৪ পয়েন্ট নিয়ে এখানকার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সঙ্গে শেষ ষোলোতে ১০ পয়েন্ট পাওয়া লাৎসিও। 

গ্রুপ এফ: 

গ্রুপ অব ডেথ। সেখানে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন জার্মান ক্লাব ডর্টমুন্ড। শেষ ম্যাচের নাটকীয়তায় ৮ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী পিএসজি। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে মিলানের। 

গ্রুপ জি:

আরেক ছয়ে ‘ছয়’। চ্যাম্পিয়ন সিটির। ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ।  

গ্রুপ এইচ: 

দুই মৌসুমের হতাশা কাটল এবার। অবশেষে শেষ ষোলোর টিকিট পেল বার্সেলোনা। চার জয় ও দুই হারে তাদের পয়েন্ট ১২। সমান পয়েন্ট নিয়ে কিঞ্চিৎ গোল ব্যবধানে পিছিয়ে রানার্স-আপ পর্তুগিজ ক্লাব পোর্তো।

সম্পর্কিত খবর