শান্তকে পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে চান হাথুরু

  • নিউজরুম এডিটর
  • ০৪:৪৭ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২৩

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে আচমকা লিটন দাসকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে সাকিব আল হাসানের ডেপুটি করা হয় নাজমুল হোসেন শান্তকে। এরপর বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্তর নেতৃত্বে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। ১-১ সমতায় ড্র’য় সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ভাগ বসায় বাংলাদেশ। সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

এ সময়টাতে দলে ছিল না তেমন সিনিয়র কোনো ক্রিকেটার। অথচ তাদের সেই ঘাটতি মাঠে পড়তেই দেননি শান্ত। ড্রেসিংরুমের পরিবেশ ও ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। যা মুগ্ধ করেছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। তাই তার চাওয়া ভবিষ্যতের কথা মাথায় রেখে শান্তকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হোক বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি শেষে শান্তর অধিনায়কত্ব নিয়ে হাথুরু বলেন, ‘শান্তর নেতৃত্ব ছিল অসামান্য। সে কৌশলগতভাবে সঠিক ছিল। সে তার টিম ম্যাটদের কাছে কি প্রত্যাশা করছে, খেলোয়াড়দের কাছে সেই বার্তা দেওয়ার ব্যাপারেও সে খুব স্পষ্ট। এটি বলার অপেক্ষা রাখে না যে সফরটা আমাদের ভালো গেছে। ড্রেসিংরুমের পরিবেশ এখন অনেক ভাল।’

বিশ্বকাপের আগেই সাকিব ঘোষণা দিয়ে গিয়েছিলেন বিশ্বকাপ শেষে আর অধিনায়ক থাকবেন না তিনি। যদিও বিসিবি তাকে এখনও অধিনায়ক হিসেবেই জানে। এই অবস্থায় সাকিব ফিরলে শান্তর কি হবে। কিংবা শান্ত কি দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দিতে পারবেন বাংলাদেশকে; হাথুরুর কাছে এমন প্রশ্নে তিনি জানান, ‘এটা আসলে নির্বাচকদের চিন্তা করার বিষয়। অবশ্যই, এ ব্যাপারে বোর্ড হয়তো তাদের সিদ্ধান্ত নেবে। তবে আমি বলবো, শান্ত তাকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ দেখিয়েছে।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :