আইসিসির দ্বৈত নীতি, আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে বললেন রোহিত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ৭ উইকেটের জয় তুলেছে ভারত। ভাগ বসিয়েছে দুই ম্যাচের সিরিজে। তবে এসব ছাপিয়ে আলোচনায় কেপটাউনের উইকেট। কেননা, টেস্ট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্টই যে হয়েছে এই মাঠে। খেলা গড়ায়নি দেড় দিনও। ম্যাচ শেষ হয়েছে মাত্র ১০৭ ওভারেই।
স্বাভাবিকভাবেই তাই ম্যাচ শেষে আলোচনায় কেপটাউনের উইকেট। যা নিয়েই অভিমত জানতে চাওয়া হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তিনি অবশ্য ভারতীয় উইকেটের প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন আইসিসির দ্বৈত নীতির। সঙ্গে পিচকে রেট করার আগে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন ম্যাচ অফিসিয়ালদের।
বিভিন্ন সময় ভারতে খেলতে এসে পিচ নিয়ে প্রশ্ন তুলাদের দিকে আঙুল তুলে রোহিত বলেন, ‘আমরা দেখেছি এই ম্যাচে কী হয়েছে। পিচ কিরকম আচরণ করেছে। তবে সত্যি বলতে এই রকম পিচে খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে সেটা ঠিক ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সবাই ভারতে তাদের মুখ বন্ধ রাখে। এবং ভারতীয় পিচ নিয়ে খুব বেশি কথা বলবে না।’
- বধ্যভূমি কেপটাউনে ‘বিশ্বকাপ’ জেতা হলো না এলগারের
- কেপটাউনের উইকেটকে ‘জঘন্য’ বললেন ডোনাল্ড
- কেপটাউনে ২৩ উইকেটের রেকর্ডময় একদিন
টেস্টে প্রতিটি দলই চায় হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে টানতে। যা নিয়ে রোহিত বলেন, ‘টেস্ট ক্রিকেটে আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে এসেছেন। কাজেই, এটা বিপজ্জনক। এটা চ্যালেঞ্জিং। আর অন্য দলগুলো যখন ভারতে আসে, তখন সেটা আরও বেশ চ্যালেঞ্জিং। দেখুন, আপনি যখন টেস্ট খেলতে এসেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেট যা হচ্ছে চূড়া তখন এসব থাকবেই। ভারতেও তাই ঘটে। কিন্তু, ভারতে প্রথম দিনে যদি পিচ বাঁকানো শুরু করে, তখন লোকেরা ‘ধুলোর পিচ' নিয়ে কথা বলতে শুরু করে! এখানের পিচে যে এত ফাটল রয়েছে। মানুষ সেদিকে তাকাচ্ছে না।’
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের বেশ কিছু উইকেটকেই নিন্ম ও সাধারণ মানের উইকেটের রেটিং দিয়েছিল ম্যাচ রেফারিরা। সে ইস্যু টেনে রেফারিদের চোখ কান খোলা রেখে সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপার পরামর্শ দিয়েছেন রোহিত। বলেন, ‘আমরা যেখানেই যাই নিরপেক্ষ থাকাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিদের। এই ম্যাচ রেফারিদের মধ্যে কয়েকজনকে তাদের নজর রাখতে হবে তারা কীভাবে পিচকে রেট দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বিশ্বকাপের ফাইনালের পিচ গড়ের নিচে রেট করা হয়েছে। যেখানে ফাইনালে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছিলেন।’
রোহিত আরও বলেন, ‘এই জিনিসগুলির দিকে আইসিসি ও ম্যাচ রেফারিদের নজর প্রয়োজন। দেশগুলির উপর ভিত্তি করে নয়, তারা যা দেখে তার ওপর ভিত্তি করে পিচগুলিকে রেটিং করবে। আমি মনে করি এটি বেশ গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আশা করি তারা তাদের কান খোলা রাখবে, তারা তাদের চোখ খোলা রাখবে এবং খেলার সেই দিকগুলো দেখবে। তবে আমি এই ধরনের পিচে খেলার পক্ষে। আমরা এই ধরনের পিচে খেলার চ্যালেঞ্জ নিতে চাই।’