ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি রংপুর ও কুমিল্লা
বিপিএলের এবারের আসরে প্লে-অফ পর্বের ম্যাচ শুরু হচ্ছে আজ। মিরপুরে মাঠে দুপুর দেড়টায় এলিমিনেটরে বরিশালের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম। অপর ম্যাচে সন্ধ্যা ৬.৩০ টায় সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারে ঠাসা ফরচুন বরিশাল। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকের সঙ্গে এবার দলে যোগ দিয়েছেন প্রোটিয়ান হার্ড হিটার ডেভিড মিলার। তাই ব্যাটিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী দল তারা। তাদের তুলনায় চট্টগ্রাম এবার বিপিএলের ‘আন্ডারডগ’ দল হিসেবেই পরিচিত। তবুও পুরো টুর্নাম্নেট জুড়েই দারুণ খেলা উপহার দিয়েছে পুরো দল। আজও ভালো কিছুই করে দেখাতে চায় তারা।
দারুণ ছন্দে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাজে সময়কে মোকাবেলা করে বেশ দ্রুতই মানিয়ে উঠেছেন তিনি। ব্যাট-বল সব ক্ষেত্রেই নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন। আজ তার প্রতি সমর্থকদের প্রত্যাশার পারদ আছে তুঙ্গে। এছাড়াও দলে নিশাম, নবিদের মতো ভালো মানেই অলরাউন্ডাররাও আছেন।
অপরদিকে কুমিল্লার লক্ষ্য শুরু থেকেই শিরোপার দিকেই। টানা দ্বিতীয়বারের মতো শিরোপাটি উঁচিয়ে ধরতে চায় লিটন দাসের দল। নিজের সর্বোচ্চটা দিয়েই আজ মাঠে লড়তে নামবে তারা।