প্লে অফের পাওয়ার হাউজেরা

প্লে অফের পাওয়ার হাউজেরা

সাত দল নিয়ে শুরু হওয়া বিপিএল তার ‘বিজনেস এন্ডে’ চলে এসেছিল চট্টগ্রাম পর্বেই। ঢাকায় শেষ পর্বের শেষ দিনে এসে নিশ্চিত হয়েছে প্লে অফের চার দলের নাম। শুরু থেকেই ছন্দে থাকা রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেভাগেই নিশ্চিত করেছে শেষ চারের টিকিট। নানা চড়াই উতরাই পার করে শেষ চারে তৃতীয় দল হিসেবে এসেছে এবারের আসরের ডার্ক হর্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চতুর্থ এবং শেষ দল হিসেবে ফরচুন বরিশাল যোগ দিয়েছে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রামের সঙ্গে।

এবারের বিপিএল শুরু থেকে রোমাঞ্চ না ছড়ালেও শেষ দিকে এসে জমে উঠেছিল বেশ। তাই তো শেষ দিনেই নিশ্চিত হয়েছে প্লে অফের শেষ দল হবে কারা! সে হিসেব এখন অতীত। এখন চার দলকে হাতছানি দিয়ে ডাকছে বিপিএলের শিরোপাটা। চার দলের কার যাত্রা কেমন ছিল, কোন দলের সম্ভাবনাই বা কেমন, চলুন দেখে নেওয়া যাক এক নজরে-

কুমিল্লা যেন বিপিএলের রিয়াল মাদ্রিদ!

প্রথম ম্যাচে হার। তাও আবার দুর্দান্ত ঢাকার কাছে, নাম বদলালেও তারা মোটাদাগে আগের আসরের দলটাই, যারা বিপিএলের তলানীতে থেকে মৌসুম শেষ করেছিল। এরপর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘স্যার বলছিল, আমরা প্রথম ম্যাচ এমনেই হেরে যাই। আর হারলেই নাকি স্যারের জন্য লাকি।’

শুরুতে হার, এরপর একটু একটু করে ছন্দে ফেরা, শেষ দিকে মরণকামড় দেওয়া। বিপিএলে আর সবাই যেমন তেমন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই প্যাটার্নটা তো বেশ চেনাই! চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যেমন, বিপিএলে যেন তেমনই কুমিল্লা!

বিস্তারিত পড়ুন>> কুমিল্লা যেন বিপিএলের রিয়াল মাদ্রিদ!

আক্ষেপ ঘোচানোর খুব কাছে ‘হট ফেভারিট’ রংপুর

‘তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার/আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না’ – বিপিএল শিরোপাকে মহাদেব সাহার লাইনগুলো চাইলেই উৎসর্গ করে দিতে পারে রংপুর রাইডার্স। সেই কবে একটা শিরোপা জিতেছিল বিপিএলের, এরপর থেকে যে ট্রফিটা কেবল বঞ্চনাই উপহার দিয়েছে তাদের! সেই ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে শিরোপাটা জিতেছিল রংপুর। এরপর থেকে প্রতি বছরই দলটা বড় বাজেটের দল গড়েছে। কিন্তু লাভ হয়নি। এবারও সেমিফাইনালে চলে এসেছে ওই আগের ফর্মুলাতেই।

বিস্তারিত পড়ুন>> আক্ষেপ ঘোচানোর খুব কাছে ‘হট ফেভারিট’ রংপুর

বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনায় চট্টগ্রামের চমক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে অফের চার দলের একটা হবে, এ কথা যদি টুর্নামেন্ট শুরুর আগে আপনাকে বলা হতো, আপনি বিশ্বাস করতেন? খুব সম্ভাবনা আছে যে আপনি উত্তরে ‘না’ই বলতেন।

হওয়াটাই যৌক্তিক ছিল। দলটার সবচেয়ে বড় তারকা ছিলেন তানজিদ হাসান তামিম, আর বিদেশীদের ভেতর নাজিবউল্লাহ জাদরান আর মেরেকেটে জশ ব্রাউনকে বলা যায়। সেই দলটার সেমিফাইনালে খেলা নিয়ে পাঁড় চট্টগ্রাম ভক্তও তো বাজি ধরবেন না!

প্লে অফের ঠিক আগে যেমন দলটির অলরাউন্ডার সৈকত আলী যেমন বললেন, ‘আমরা তো প্রথম থেকেই কাগজে-কলমে সাত নম্বর দল ছিলাম মিডিয়া বলছে।’ এমন কথা কম হয়নি আসলেই। তবে সব হিসেব উলটে দিয়ে সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই এবার বিপিএলের প্লে অফে চলে এসেছে, তাও আবার তৃতীয় দল হিসেবে।

বিস্তারিত পড়ুন>> বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনায় চট্টগ্রামের চমক

মুশফিক-বরিশালের আফসোস ঘুচবে এবার?

এবারের বিপিএল শুরুর দিকে বেশ বড়সড় চমকই উপহার দিচ্ছিল। হিসেবের বাইরে থেকে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর খুলনা টাইগার্স বসেছিল টেবিলের চূড়ায়। এদিকে কাগজে কলমে অন্যতম ফেভারিট ফরচুন বরিশাল ডুবেই যাচ্ছিল ক্রমে। সেখান থেকে বরিশাল শেষমেশ নিজেদের উদ্ধার করেছে। চলে এসেছে প্লে অফে।

এবার নিজেদের আফসোস ঘোচানোর পালা বরিশালের। বার্নার্স, বুলস, ফরচুন… যে নামই হোক, বরিশাল কখনোই নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন খেতাবটা লাগাতে পারেনি, তিন বার ফাইনালে খেলেও। ফরচুন বরিশাল নামে খেলে খুব কাছে গিয়েছিল ২০২২ সালের আসরে। সেবার সাকিব আল হাসানের দল ১ রানে হেরেছিল কুমিল্লার কাছে। শেষ নয় আসরে যা হয়নি, এবার সে আক্ষেপটা ঘোচাতে চায় বরিশাল।

বিস্তারিত পড়ুন>> মুশফিক-বরিশালের আফসোস ঘুচবে এবার?

 

সম্পর্কিত খবর