ফিফটির আগে শান্তরও বিদায়
নাজমুল হোসেন শান্ত আর তাওহীদ হৃদয় জুটির ৫০ হয়ে গিয়েছিল। তাতে বড় সংগ্রহের আশাই জেগেছিল বাংলাদেশের। ঠিক তখনই আরও এক উইকেট খুইয়ে বসল দল। নাজমুল হোসেন শান্ত ফিরলেন। তানজিদ তামিম, লিটন দাসের মতো তিনিও ফিরেছেন ফিফটির আগেই। তাতেই বাংলাদেশ খেল আরেক ধাক্কা।
আরও পড়ুন>> থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন দুই ওপেনার
টানা ডট বল চাপ বাড়াচ্ছিল দুই জনের ওপরই। ২৬ থেকে ২৮ পর্যন্ত তিন ওভারে শান্ত আর হৃদয় মিলে খেলে ফেলেছিলেন ১১টি ডট বল। সেটা চাপ হয়ে এসেছিল কাঁধের ওপর, তা সরাতেই কি না, একটা সিঙ্গেলকে দুইয়ে রূপ দিতে চেয়েছিলেন দুজনে। কিন্তু শেষমেশ তা আর পারেননি।
আরও পড়ুন>> ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই সাকিবের জায়গায় নাসুম ও মাহেদী
স্কয়ার লেগ থেকে মারনাস লাবুশেনের করা থ্রো উইকেটরক্ষক জশ ইংলিসের হাতে এসে যায় তার আগেই। শান্ত পৌঁছানোর আগেই ভেঙে দেন স্টাম্প। ফিফটির ৬ রান আগে শেষ হয় শান্তর ইনিংস।
আরও পড়ুন>> মন্থর শুরুর পর দারুণ পাওয়ার প্লে বাংলাদেশের
শান্ত আর তাওহীদ মিলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। দুজন মিলে বেশ ভালো খেলছিলেনও। তাদের জুটিতে ৬৬ বলে উঠে এসেছিল ৬৩ রান। তবে শান্তর বিদায়ে তা ভেঙে গেল এখন।
আরও পড়ুন>> শেষ আটে নিজেদের থিতু করার লড়াইয়ে বাংলাদেশ
তবে এখন পর্যন্ত বাংলাদেশের রানরেট আছে ছয়ের ওপরেই। ২৮ ওভারে ১৭০ ছুঁয়ে গেছে দলের রান। বাংলাদেশ আজ নেমেছে আট ব্যাটার নিয়ে। উইকেটে এখন আছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর তাওহীদ। তারপর উইকেটে আসবেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, আর নাসুম আহমেদ। উইকেটের আচরণ যেমন এখন পর্যন্ত, নিজেরা বড় বিপর্যয় ডেকে না আনলে ৩০০র বেশি রানের পুঁজি পাওয়া খুব সম্ভব বাংলাদেশের।