মাহমুদল্লাহর শেষটা হলো রান আউটে
এবারের বিশ্বকাপে দলের পারফর্ম্যান্স যেমনই হোক, মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন দারুণ ফর্মে। ছিলেন আজও। উইকেট যেমন আচরণ করছে, আর নিজে যেমন ছন্দে ছিলেন, তাতে মনে হচ্ছিল আজও বুঝি মাহমুদউল্লাহ মেলেই ধরবেন নিজেকে। তা করছিলেনও কিছুটা। কিন্তু রান আউটের কাটায় পড়ে সেটা আর পুরোপুরি করতে পারলেন না তিনি।
আরও পড়ুন>> ফিফটির আগে শান্তরও বিদায়
শান্তর বিদায়ের পর রান রেটটা ধরে রাখার দায় ছিল। সেটা ভালোভাবেই মেটাচ্ছিলেন রিয়াদ। এসেই মেরে বসেছিলেন দুই ছক্কা। একটু পর আরও একটা।
আরও পড়ুন>> থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন দুই ওপেনার
গত মার্চে দল থেকে যখন বাদ পড়েছিলেন তিনি, তার বড় একটা কারণ ছিল তার স্ট্রাইক রেট। এবারের বিশ্বকাপে সেটা ঝেড়ে ফেলেছেন তিনি। আজও রান করছিলেন তিন অঙ্কের স্ট্রাইক রেটে।
আরও পড়ুন>> মন্থর শুরুর পর দারুণ পাওয়ার প্লে বাংলাদেশের
তার এমন ব্যাটিংয়ের ফলেই বাংলাদেশের রান রেট সবসময় থেকেছে ছয়ের ওপর। তবে শান্তর মতো তারও ইনিংসটা শেষ হলো রান আউটের কাটায় পড়ে।
আরও পড়ুন>> ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই সাকিবের জায়গায় নাসুম ও মাহেদী
ফেরার আগে তিনি করেছেন ২৮ বলে ৩২ রান। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনি ছুঁয়েছেন দুই বিশ্বকাপে ৩০০র বেশি রানের কীর্তি।