গণভবনে সাকিব-মাশরাফি
মাঠ কিংবা মাঠের বাইরে সবসময়ই কিছু না কিছুতে আলোচনায় থাকবেন সাকিব আল হাসান, এটা অনেকটাই নিশ্চিত। তবে এবার ক্রিকেট না বরং সবকিছু ছাপিয়ে আলোচনার শীর্ষে, সাকিব আল হাসানের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।
এরপর বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব। এ সময় দপ্তর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা। এরপর সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে যান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে ঢুকেছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গণভবনে ঢোকেন তিনি।
তার ঘণ্টাখানেক পরে গণভবনে ঢুকেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।
মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন তারাই মূলত এই সভায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।