অভিজ্ঞ তারকাদের ছাড়াই এগোতে চান হাথুরু

অভিজ্ঞ তারকাদের ছাড়াই এগোতে চান হাথুরু

নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঝাঁক তরুণ মুখ নিয়ে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া নিউজিল্যান্ডের মত দল, যারা বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে খেলা একটা বড় চ্যালেঞ্জ। তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে মতে, অভিজ্ঞদের বাদ দিয়েই এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৮ তারিখ সিলেটের মাঠে কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটস দাস, তাসকিন রহমান-এর মত বড় নামগুলো এই সিরিজে দেখতে পাওয়া যাবে না, তাই এই টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই বিষয়ে একমত হয়েছেন হাথুরুসিংহে নিজেও।

সিলেটে সংবাদ সম্মেলনে প্রধান কোচ বলেন, 'যেকোনো দলের জন্যই এত অভিজ্ঞতাপূর্ণ খেলোয়াড় একসাথে হারানো বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ তারা ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি ফরম্যাটে জাতীয় দলের অংশ।‘

অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়দের ছাড়া টেস্ট সিরিজটি খেলা কিছুটা শঙ্কার হলেও এটাই নতুন খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার উপযুক্ত সময়। অভিজ্ঞ খেলোয়াড়রা লম্বা সময় ধরেই দলকে এগিয়ে নিয়ে গেছেন, এখন সময় এসেছে নতুনদের এই হাল ধরার

কোচ হাথুরুসিংহে আরও বলেন, ‘এটা ভালো সময় তরুণরা কী করতে পারে তা দেখার জন্য। আমাদের জন্য এটি অপেক্ষা করার মতো বিষয়। আমি মনে করি, দীর্ঘদিন ধরে খেলা কিছু খেলোয়াড়ের কাছ থেকে এখন সরে আসার সময় এসেছে। তারা চিরকাল দলে থাকবে না। দলে তাদের অনুপস্থিতি বিভিন্ন কারণে ঘটছে এবং কিছু তরুণদের জন্য এটি তাদের নাম তৈরি করার এবং দীর্ঘ ক্যারিয়ার গড়ার একটি দারুণ সুযোগ।‘

সাকিব ও তাসকিন বর্তমানে ইনজুরি থেকে সেরে উঠছেন এবং লিটন পারিবারিক কারণে এক মাসের ছুটিতে আছেন। বিশ্বকাপ না খেললেও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তামিম ইকবাল এমনটাও জানা গেছে।

সম্পর্কিত খবর