ক্রিকেট থেকে ব্রাভোর সাময়িক বিরতি
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট সুপার ৫০ কাপের ২০২৩-২৪ মৌসুমের শীর্ষ রান সংগ্রাহক ছিলেন ড্যারেন ব্রাভো। ৮৩.২০ গড়ে রান করেছেন মোচ ৪১৬। অথচ আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে জায়গা হয়নি তার। ভেবেছিলেন জাতীয় দলে জায়গা না হলেও ওয়েস্ট ইন্ডিজ একাডেমী স্কোয়াডে জায়গা হবে তার।
আয়ারল্যান্ড একাডেমীর বিপক্ষে খেলে নজর টেনে ফিরবেন জাতীয় দলে। সুযোগ মেলেনি সেখানেও। সেই ক্ষোভেই এবার ক্রিকেট থেকে কিছুদিনের জন্য সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ঠিক কবে আবার ক্রিকেটে ফিরবেন সেটা অবশ্য জানাননি ব্রাভো।
- ক্রিকেটের সাকিব এবার রাজনীতির ম্যাচে-প্যাঁচে
- রাজনীতিতে সাকিবকে স্বাগত জানালেন কাদের
- মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি
ক্রিকেট থেকে সরে দাঁড়ানো নিয়ে ব্রাভো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়ে ভাবতে আমি কিছুটা সময় নিয়েছি। ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটি সহজ নয়। আমার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম পারফরম্যান্স করতে সক্ষম হওয়ার জন্য শক্তি, আবেগ, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলা খুঁজে পেতে নিজেকে তৈরি করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬টি টেস্ট, ১২২টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলা ব্রাভো আরও বলেন, ‘কোনও রকম যোগাযোগ ছাড়াই আমাকে খুব অন্ধকার জায়গায় ফেলে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনটি দল একাধিক ফরম্যাটে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। এখানে প্রায় ৪০-৪৫ জন খেলোয়াড় আছে। যদি আমি আমাদের আঞ্চলিক টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে এই দলগুলির একটিতেও না থাকতে পারি তবে সেটা দুঃখজনক।’
ব্রাভো যে হাল ছাড়ছেন না সেটাও মনে করিয়ে দিয়েছেন, ‘আমি হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বাস করি আমার দূরে সরে যাওয়াতে হয়তো একজন তরুণ প্রতিভার জায়গা তৈরি।’