মনোনয়ন পাওয়ার দিনে কলকাতা থেকে সাকিবের দুঃসংবাদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত তিনি। এমন খুশির দিনেও কলকাতা থেকে দুঃসংবাদ পেয়েছেন সাকিব। আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে না কলকাতা নাইট রাইডার্সে। তার মতোই কপাল পুড়েছে লিটন দাসের। তাকেও রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
আসন্ন ২০২৪ আইপিএল নিলামের আগে দলগুলোকে আজ জানাতে হতো কোন কোন ক্রিকেটারকে দলে রাখছে তারা। আর কোনো ক্রিকেটারকে বাদ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকায় এবার বাংলাদেশের তিন ক্রিকেটারের সবাই বাদ পড়েছেন।
গত আসরে প্রথমবার খেলা লিটন দাসকে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তার মতোই সাকিব আল হাসানকেও বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানও। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসন্ন আইপিএলে দেখা যায়নি তাকে।
অবশ্য নিলামে নতুন করে ভিন্ন কোনো দলের হয়ে আইপিএলে খেলার সুযোগ আছে তিন জনেরই। সেই নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। সেখানেই মিলবে চূড়ান্ত উত্তর। বাংলাদেশের কেউ থাকছেন কিনা এবারের আইপিএলে।
বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়াও প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই এসেছে পরিবর্তন। চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়েছেন ডুয়াইন প্রেটোরিয়াস, কাইল জেমিসন, ও বেন স্টোকসের মতো ক্রিকেটাররা।
দিল্লিতে মুস্তাফিজের সঙ্গে বাদ পড়াদের তালিকায় আছে রাইলি রোশো, রোভম্যান পাওয়েল, ফিল সল্টের মতো ক্রিকেটার। রাজস্থান রয়্যালস জু রুটের সঙ্গে বাদ দিয়েছে জেসন হোল্ডার, কুলদীপ যাদবের মতো ক্রিকেটার। পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে ভানুকা রাজাপাক্ষেকে।
কলকাতা নাইট রাইর্ডাস ছেড়ে দিয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন ও সাকিবকে। সাকিব অবশ্য গত মৌসুমেই সরে দাঁড়িয়েছেন। লিটন সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। যেখানে নজর টানতে পারেননি তিনি। তার মতো দলটি ছেড়ে দিয়েছে টিম সাউদি, উমেশ যাদব ও লকি ফার্গুসনের মতো ক্রিকেটারকে।