উগান্ডার বিপক্ষে হার, শঙ্কায় জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল নামিবিয়ার বিপক্ষে হেরে। ওই হারকে নিজের মেয়াদকালে সবচেয়ে বিব্রতকর বলে অভিহিত করেছিলেন দেশটির প্রধান কোচ ডেভিড হাউটন। ক্রিকেটারদের ওপর ঝেড়েছিলেন ক্ষোভ। এবার তার দল হেরে বসেছে উগান্ডার বিপক্ষে। আর তাতে শঙ্কায় পড়ে গেছে জিম্বাবুয়ের বিশ্বকাপে খেলাও।
উগান্ডার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে। বাকিরা তেমন কিছুই করে দেখাতে পারেনি।
- ক্রিকেটের সাকিব এবার রাজনীতির ম্যাচে-প্যাঁচে
- রাজনীতিতে সাকিবকে স্বাগত জানালেন কাদের
- মাগুরায় সাকিব, নড়াইলে মাশরাফি
সহজ সেই লক্ষ্য ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় উগান্ডা। উগান্ডার হয়ে ২৬ বলে ৪০ রান করেন আলপেশ রামজানি। ২৮ বলে ৪২ রান আসে রিয়াজাত আলি শাহর ব্যাট থেকে। আর তাতেই নিশ্চিত হয় উগান্ডার জয়।
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৩ ম্যাচের তিনটিতেই জয় তুলে সবার ওপরে নামিবিয়া। কেনিয়াও সমান তিনটি জয় পেয়েছে। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে ১ টিতে জয় তুলে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।
আসন্ন ২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ গ্রহণ করবে ২০টি দল। যেখানে আয়োজক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপের ৮ দল খেলবে সরাসরি। দুটি দল খেলবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাকি দলগুলো আসবে কোয়ালিফাইয়ার রাউন্ড থেকে।