রদ্রিগোর জোড়া গোলে শীর্ষে রিয়াল
লা লিগার ম্যাচে কাদিজকে ৩-০ গোলে দাপটের সঙ্গে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো।
শীর্ষে ওঠার লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়ালের খেলোয়াড়রা। স্বাগতিকরাও চেষ্টা করেছিল চাপ তৈরি করতে, কিন্তু সফল হতে পারেনি। চাপ সামলে এগিয়ে যেতে রিয়ালের সময় লাগে প্রায় ১৪ মিনিট। বেলিংহামের বাড়ানো বল নিয়ন্ত্রনে রেখে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শট নেন রদ্রিগো, সেই শট থামানোর উপায় ছিল না কাদিজ গোলরক্ষকের।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে রিয়াল। ৫৪ ও ৬৩তম মিনিটে গোলবঞ্চিত হওয়ায় ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় তাদের। তবে কিছুক্ষণ পরেই নিজের ও দলের জন্য দ্বিতীয় গোলটি আদায় করেন রদ্রিগো। তার এই গোলটিও একক প্রচেষ্টার ফল। এবার কাদিজের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
৭৪তম মিনিটে বেলিংহামের গোলটিও এসেছে রদ্রিগোর পাস থেকে। সব মিলিয়ে রিয়ালের শীর্ষে ওঠার রাতে তিনটি গোলেই প্রত্যক্ষভাবে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন রদ্রিগো।
এই জয়ের পর জিরোনাকে পেছনে ফেলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে এবং এক পয়েন্ট কম নিয়ে ২য় অবস্থানে জিরোনা।